।।। অদৃশ্য মান চরিত্র।।।
প্রতিদিন পর্দায় যা দৃশ্যমান তা কি সত্য,
নাকি পর্দার আড়ালে থেকে যায় সত্যের রেশ,
কেউ কি খবর রাখে তার?
কেউ কি খুঁজে ফেরে সত্যের গভীরতা?
কেউ কি জানে ঘূর্ণায়মান এ পৃথিবী র
অভ্যন্তরে অধিকাংশ মানুষই ঘূর্ণায়মান?
মানুষের জীবনের শুরু থেকে শেষ অব্দি,
অনেক অদৃশ্য মান চরিত্রের আগমন জীবন ধারায়,
জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি ক্ষণে,
তারা পর্দার অন্তরালে থেকেই কল কাঠি নাড়ে নির্বিচারে ,
কেউ কেউ বিশ্বাসের ঘরে আগুন জ্বেলে প্রস্থান করে,
কেউ কেউ অন্তরের বিশ্বাসকে রূপান্তরিত করে অবিশ্বাসে,
কেউ বুক ভরা ভালবাসা তে ভরে দেয় ঘৃণার বিষবাষ্প,
কেউ আবার ভাঙ্গা আর গড়ার খেলায় বেশ সিদ্ধ হস্ত,
সব যন্ত্রণার, সব নির্মম পট পরিবর্তনের নৃশংসতায়,
থাকে কোন না কোন কালো হাতের ছায়ার স্পর্শ।
এ অস্পষ্ট ছায়ার রক্ত মাখা হাত, হতে পারে-
কখনও নিজ পরিবারের কারও, কখনও অতি আপন জনের,
কখনও সমাজের , কখনও বা রাষ্ট্রের,
কখনও পরিচিত বা অপরিচিত কারো,
হয়তো কখনও না জানা চতুর্থ কিংবা পঞ্চম কোন শক্তির ।
জীবনের সব দুর্দশা ময় দৃশ্য চিত্রই সত্য নয়,
এ সর্বদাই অন্য পক্ষের কারসাজি মাত্র।
হে! ব্যর্থ মানুষ, ঋজু ভঙ্গিমায় নয়,
নয় কোন দ্বিধাহীন স্বপ্নে ঘোরা ফেরা আর,
নয় আর কোন বিমর্ষ বদনে,অবনত মস্তকে দন্ডায়মান,
তুমি জিরাফের মত লম্বা গ্রীবা করে চলবে,
দোষ তো তোমার নয়, দোষ তাদের যারা তোমাকে-
হোলি খেলার রঙ বানাল, ষড়যন্ত্রের টোপ বানাল,
দোষ তো তাদের যারা তোমাকে নিম পাতার রস বানাল,
দোষ তো তাদের যারা তোমার ঘর উজাড় করলো,
যারা তোমার স্বপ্নের ভ্রূণকে গর্ভাবস্থায় নির্বিচারে হত্যা করলো,
লজ্জা তো তাদের, শুধুই তাদের -
তুমি কেন না পাওয়ার বেদনা নিয়ে
মাথা নত করে হাঁটো।।
====================-
# রূপনগর_ঢাকা_ ২৯/০৫/২০২০।
নাকি পর্দার আড়ালে থেকে যায় সত্যের রেশ,
কেউ কি খবর রাখে তার?
কেউ কি খুঁজে ফেরে সত্যের গভীরতা?
কেউ কি জানে ঘূর্ণায়মান এ পৃথিবী র
অভ্যন্তরে অধিকাংশ মানুষই ঘূর্ণায়মান?
মানুষের জীবনের শুরু থেকে শেষ অব্দি,
অনেক অদৃশ্য মান চরিত্রের আগমন জীবন ধারায়,
জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি ক্ষণে,
তারা পর্দার অন্তরালে থেকেই কল কাঠি নাড়ে নির্বিচারে ,
কেউ কেউ বিশ্বাসের ঘরে আগুন জ্বেলে প্রস্থান করে,
কেউ কেউ অন্তরের বিশ্বাসকে রূপান্তরিত করে অবিশ্বাসে,
কেউ বুক ভরা ভালবাসা তে ভরে দেয় ঘৃণার বিষবাষ্প,
কেউ আবার ভাঙ্গা আর গড়ার খেলায় বেশ সিদ্ধ হস্ত,
সব যন্ত্রণার, সব নির্মম পট পরিবর্তনের নৃশংসতায়,
থাকে কোন না কোন কালো হাতের ছায়ার স্পর্শ।
এ অস্পষ্ট ছায়ার রক্ত মাখা হাত, হতে পারে-
কখনও নিজ পরিবারের কারও, কখনও অতি আপন জনের,
কখনও সমাজের , কখনও বা রাষ্ট্রের,
কখনও পরিচিত বা অপরিচিত কারো,
হয়তো কখনও না জানা চতুর্থ কিংবা পঞ্চম কোন শক্তির ।
জীবনের সব দুর্দশা ময় দৃশ্য চিত্রই সত্য নয়,
এ সর্বদাই অন্য পক্ষের কারসাজি মাত্র।
হে! ব্যর্থ মানুষ, ঋজু ভঙ্গিমায় নয়,
নয় কোন দ্বিধাহীন স্বপ্নে ঘোরা ফেরা আর,
নয় আর কোন বিমর্ষ বদনে,অবনত মস্তকে দন্ডায়মান,
তুমি জিরাফের মত লম্বা গ্রীবা করে চলবে,
দোষ তো তোমার নয়, দোষ তাদের যারা তোমাকে-
হোলি খেলার রঙ বানাল, ষড়যন্ত্রের টোপ বানাল,
দোষ তো তাদের যারা তোমাকে নিম পাতার রস বানাল,
দোষ তো তাদের যারা তোমার ঘর উজাড় করলো,
যারা তোমার স্বপ্নের ভ্রূণকে গর্ভাবস্থায় নির্বিচারে হত্যা করলো,
লজ্জা তো তাদের, শুধুই তাদের -
তুমি কেন না পাওয়ার বেদনা নিয়ে
মাথা নত করে হাঁটো।।
====================-
# রূপনগর_ঢাকা_ ২৯/০৫/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ৩০/০৫/২০২০ভালো
-
ফয়জুল মহী ৩০/০৫/২০২০পড়ে অভিভূত হলাম4
-
মোহন দাস (বিষাক্ত কবি) ৩০/০৫/২০২০খুব ভালো...
-
রহমতুল্লাহ লিখন ৩০/০৫/২০২০অসাধারন