www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। আমার ভ্রান্তি।।।

ভ্রান্তির সাথেই আজকাল সখ্যতা ,
ভ্রান্তি সাথে নিয়ে বসবাস,
জীবন শেষ প্রহর পানে হয় ধাবমান,
তবু ভ্রান্তির নেই কোন অবসান।

তন্দ্রা এলেই স্পর্শ পাই তোমার,
চোখ মেললে আর খুঁজে পাইনা তোমাকে,
তবুও বিশ্বাসী মন জানে
তুমি আছো কাছে পিঠেই, কিংবা দূরে বহুদূরে।

চোখের পাতা একটু ঢুলুনিতে কাঁপে,
শুনি করাঘাত দরজার ও পাশে,
দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি,
ও পাশটা সুনসান নিরব ফাঁকা,
বুঝি তুমি আসোনি ফিরে ,
বাতাস করেছে আঘাত দরজার ওপরে।

সারাদিনের কর্ম ব্যস্ততা শেষে,
ত্রাহি ত্রাহি যখন সংক্ষিপ্ত জীবন বাসনা,
জীবন বোধ যখন প্রতিনিয়ত চাপে বুকের পরাকাষ্ঠে,
ঘরে ফেরার অদম্য ইচ্ছা নিয়ে,
বাড়ির সিঁড়ি টপকাই দু-তিনটে একসাথে,
ঘরের দরজার সামনে এসে কলিং বেলে ঝড় তুলি,
কিছুটা সময় নিয়ে আবারও ঝড় তোলে,
অবসন্ন হাতের আঙুল কলিং বেলে,
ভ্রান্তিরা আচ্ছন্ন করে রাখে মন,
বুঝে যাই ভিতর থেকে দরজা খোলার
অপেক্ষাতে কেউ নেই এখন,
অভিমানী হৃদয় আছড়ে পড়ে
চোখের বাঁধ ভাঙ্গা জোয়ারে,
এভাবেই মানিয়ে নিতে হবে
শেষ নিঃশ্বাস নিঃশেষে ।

গভীর নিশীথে ব্যর্থ ঘুমের তন্দ্রাতে,
মনে হয় কে যেন স্পর্শহীন করতল রাখলো
আমার চুলের ভাঁজে,
রুক্ষ আঙুলের ফাঁকে স্নেহ পলাতক
হয়েছে বহু আগেই,
চোখ মেলে দেখি কি এক অস্পষ্ট ছায়া,
তাকিয়ে আছে আমারই দিকে বিপরীত কোন চোখে,
সমর্পণ চলে যাচ্ছে ক্রমে বহু দূরে
একাকী ক্লান্ত বিষাদী ছায়া ফিরে যাচ্ছে নগ্ন পায়ে,
এলে মনে হয় তুমি,
কিন্ত তুমি আসতে পারোনি কোনদিনই।
সবই তো ভ্রান্ত কুহেলিকা,সবই মনের ভ্রান্ত বিভ্রাট।
তন্দ্রার মাঝে মনে হয় তুমি এসেছিলে,
চোখ মেলে দেখি তুমি আসোনি।
দরজার করাঘাতের শব্দে ভাবি
তুমি এসেছো,
দরজা খুলে দেখি তুমি আসোনি।
রাতের ঘুমের মাঝে দেখি তুমি এসেছো,
ঘুম ভাঙ্গলে দেখি তুমি আসোনি।
ভ্রান্তি আমার,ভ্রান্তি আমার মনের,
এসব ভ্রান্তির মধ্যেই -
তোমার ফিরে আসার অপেক্ষা।
=============.
# রূপনগর_ঢাকা_ ১৬/০৫/২০২০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast