।।। তুমি চলে গেলে।।।
তুমি চলে যাচ্ছ, তুমি চলে গেলে,
দেখছে নির্বাক চোখ তোমার চলে যাওয়া,
তোমার গমন পথে স্থির নিবিষ্ট দৃষ্টি,
বাক্য হীন কন্ঠস্বর, বোধহীন মস্তিষ্ক,
হৃদয় একুল ওকুল তোলপাড়,
কি এক অব্যক্ত যন্ত্রণায় আড়ষ্ট বুকের চারপাশ,
বিমর্ষতায় ঢাকা রাজপথের এপার ওপার,
তোমার বাড়ি থেকে বিমানবন্দর,
হাজারো মানুষ তোমায় দেখছে,
হাতে কোন ফুল নেই, নেই কোন রঙিন ফিতা,
প্লাকার্ড, ফেসটুন কিংবা রঙ বে রঙের বেলুন,
তবুও মানুষের ঢল।
নিরবে মানতে চায় না তোমার এই প্রস্থান,
তোমার এ স্বেচ্ছায় নির্বাসনের সূচনা লগ্নে,
কেউ জানেনি, কেউ খবর রাখেনি,
আজও জানে না কেউ,
তোমার এ নিঃশব্দে চলে যাওয়া ।
এত লুক্কায়িত অভিমান,এত কষ্ট, এত বিরহ,
বিষাদে আবদ্ধ তোমার মনের প্রাচীর,
তুমি চলে গেলে এ শহর ছেড়ে নয়,
নয় এ পরিচিত লোকালয় ছেড়ে,
নয় শুধু তোমার পরিচিত আঙিনা ছেড়ে,
নয় তোমার দিনে দিনে একটু একটু করে বেড়ে ওঠা-
পরিচিত শৈশব, কৈশোর আর যৌবনের
অটুট গাঁথুনির বন্ধনের অলি গলি,
তুমি চলে গেলে সাত সমুদ্র তের নদী
পেরিয়ে দুরে বহুদূরে অন্য কোন
দেশে, অন্য সংস্কৃতি আর জন মানুষের ভিড়ে,
বড্ড অভিযোগ আর অবহেলা নিয়ে,
তুমি চলে যাচ্ছ তুমি চলে গেলে,
পাষাণ পাথর হৃদয় নিয়ে, শুষ্ক অশ্রু সিক্ত নয়নে,
পিছে রেখে গেলে তোমার দুঃসময়ের পদ চিহ্ন,
হয়তো এ পথে আর ফেরা হবে না তোমার কোনদিন,
জানবে না কোন দিনই
তোমার পদ চিহ্নেরই উপর নাম না জানা অর্কিড জন্মেছিল,
রঙিন ফুলে সাজিয়ে ছিল নিজেকে
তোমার ফিরে আসার প্রতীক্ষায় ,
তারপর হঠাৎ কোন এক সকালে ঝরে গেল।
না বলা কথাগুলো অগোছালো রয়ে যায়,
ফেরারী স্মৃতিরা আজও কেঁদে ফেরে
মনের অন্ধকার জেল প্রকোষ্ঠে ।
===========
#রুপনগর_ঢাকা_১৩/০৫/২০২০।
দেখছে নির্বাক চোখ তোমার চলে যাওয়া,
তোমার গমন পথে স্থির নিবিষ্ট দৃষ্টি,
বাক্য হীন কন্ঠস্বর, বোধহীন মস্তিষ্ক,
হৃদয় একুল ওকুল তোলপাড়,
কি এক অব্যক্ত যন্ত্রণায় আড়ষ্ট বুকের চারপাশ,
বিমর্ষতায় ঢাকা রাজপথের এপার ওপার,
তোমার বাড়ি থেকে বিমানবন্দর,
হাজারো মানুষ তোমায় দেখছে,
হাতে কোন ফুল নেই, নেই কোন রঙিন ফিতা,
প্লাকার্ড, ফেসটুন কিংবা রঙ বে রঙের বেলুন,
তবুও মানুষের ঢল।
নিরবে মানতে চায় না তোমার এই প্রস্থান,
তোমার এ স্বেচ্ছায় নির্বাসনের সূচনা লগ্নে,
কেউ জানেনি, কেউ খবর রাখেনি,
আজও জানে না কেউ,
তোমার এ নিঃশব্দে চলে যাওয়া ।
এত লুক্কায়িত অভিমান,এত কষ্ট, এত বিরহ,
বিষাদে আবদ্ধ তোমার মনের প্রাচীর,
তুমি চলে গেলে এ শহর ছেড়ে নয়,
নয় এ পরিচিত লোকালয় ছেড়ে,
নয় শুধু তোমার পরিচিত আঙিনা ছেড়ে,
নয় তোমার দিনে দিনে একটু একটু করে বেড়ে ওঠা-
পরিচিত শৈশব, কৈশোর আর যৌবনের
অটুট গাঁথুনির বন্ধনের অলি গলি,
তুমি চলে গেলে সাত সমুদ্র তের নদী
পেরিয়ে দুরে বহুদূরে অন্য কোন
দেশে, অন্য সংস্কৃতি আর জন মানুষের ভিড়ে,
বড্ড অভিযোগ আর অবহেলা নিয়ে,
তুমি চলে যাচ্ছ তুমি চলে গেলে,
পাষাণ পাথর হৃদয় নিয়ে, শুষ্ক অশ্রু সিক্ত নয়নে,
পিছে রেখে গেলে তোমার দুঃসময়ের পদ চিহ্ন,
হয়তো এ পথে আর ফেরা হবে না তোমার কোনদিন,
জানবে না কোন দিনই
তোমার পদ চিহ্নেরই উপর নাম না জানা অর্কিড জন্মেছিল,
রঙিন ফুলে সাজিয়ে ছিল নিজেকে
তোমার ফিরে আসার প্রতীক্ষায় ,
তারপর হঠাৎ কোন এক সকালে ঝরে গেল।
না বলা কথাগুলো অগোছালো রয়ে যায়,
ফেরারী স্মৃতিরা আজও কেঁদে ফেরে
মনের অন্ধকার জেল প্রকোষ্ঠে ।
===========
#রুপনগর_ঢাকা_১৩/০৫/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৯/০৬/২০২০অসাধারণ মুগ্ধতা একরাশ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৯/০৫/২০২০ধন্যবাদ আমার কবি বন্ধুদে। ❤
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/০৫/২০২০sounds good
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৫/২০২০চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৫/২০২০বেশ ভাবনা।