www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। বিচ্ছেদের করুণ ঝঞ্ঝা ।।।

==================
বিচ্ছেদের মর্মর ধ্বনি শোনে ক’জনা,
হাওয়ার দাপটে খসে গাছের শুকনো পাতা,
পথিক দ্বিধাহীন নিঃসংকোচে মাড়ায়,
শুকনো পাতার প্রাণের পর।

ঝড়ো হাওয়ার অদম্য গতি,
আলগা করে কুটিরের চালা,
উড়ে চলে যায় দৃষ্টির অভেদ্য সীমানায়,
বিচ্ছেদের যন্ত্রণায় সারারাত-
ডুকরে কেঁদে ফেরে ঘরের চাল।

অবিরাম পাহাড়ের বুক বেয়ে,
প্রবাহিত যে ঝর্ণা ধারা,
সেও বিচ্ছেদ জ্বালা নিয়ে পড়তে পড়তে
সমতলে কোথায় যেন হারিয়ে যায়,
হয়তো কোন এক না ফেরার দেশে।

বান ডাকে গাঙের বুকে
অবিরাম শ্রাবণ বরষায়,
ফুঁসে ওঠে গাঙের বুক
নব যৌবনা উন্মাদনায় ,
প্লাবিত করে কুল আর জনপদ পানির তোপে,
বাঁশের মাচার উপর থেকে
পড়ে যায় দুধের শিশু
জলোচ্ছাস টেনে নিয়ে চলে
সমুদ্র মোহনায় তাকে,
বিচ্ছেদ ঘটে মায়ের
নাড়ির সাথে সম্পর্কের টানে।

আকাশ থেকে ছুটতে ছুটতে
খসে পড়ে কোন এক উল্কা পিন্ড,
নক্ষত্র আর ছায়াপথে জায়গা হয়না তার,
বড্ড অভিমানে বিচ্ছেদ ঘটিয়ে
আশ্রয় নেয় এ ধরনী তলে।

দৈন্যতার কষাঘাতে একমাত্র
শিশু সন্তান বুঝে ওঠার আগেই,
দত্তক নিয়ে যায় চৌধুরী
পরিবারের লোকেরা মোটা অংকের বিনিময়ে,
বিচ্ছেদ ঘটে দারিদ্র্যতার
আর বাবা-মার সাথে তার।

কি এক সাবলীল ভঙ্গিমায়
উড়ে চলে নীল আকাশ জুড়ে,
কত নাম না জানা ঘুড়ির দল,
স্থির হাওয়ায় উড়তে থাকে
বিশাল আকাশটির বুকে,
কোন এক দুষ্ট ছেলের ঘুড়ির
সুতা কেটে দেয় আমার ঘুড়ির সুতা,
তারপর ভোঁ কাট্রা ......
আমার চৌরঙ্গী ঘুড়িটা বাতাসে
হোঁচট খেতে খেতে হারিয়ে যায়
অবলীলায় মেঘের সমুদ্রে,
নাটাই এর সাথে বিচ্ছেদ
ঘটে তার আদি শিকড়ের।

নিম্ন কিংবা মধ্যবর্তী পরিবার,
একটু সুখ খোঁজে একটু স্বচ্ছলতা চায়,
নিজের এক চিলতে জমি বিক্রি করে দেয়,
ছেলে কিংবা মেয়ে পাঠিয়ে দেয়
কোন এক মধ্যপ্রাচ্য দেশে,
এই টানপোড়েন সংসারে একটু
শান্তির খোঁজে,
বিচ্ছেদে আড়ষ্ট হয় সম্পর্ক
মা- আর মাটির সাথে।

যে প্রেমিক বা প্রেমিকা খেলার ছলে
প্রেম ভাঙ্গে বারবার,
হঠাৎ এক দিন মোটা ওয়ালেটের
কাছে বিক্রি করে দেয়
তারা ভালবাসাকে র্নিদ্ধিধায়,
কখনো জানতে পারে না,
কি এক বিচ্ছেদের তরঙ্গ মালায়
ভাসে তার পুরাতন সঙ্গী বা সঙ্গিনীর জীবন ।

যে নারী আপনা থেকে এগিয়ে এসে,
আশ্রয় দিলো কোন এক পথ হারা পুরুষকে,
পঙ্কিলতা সরিয়ে খুঁজে নিলো তার ভালবাসা,
তবুও নিজের করে পাইনি তাকে,
প্রতি নিয়ত ব্যবচ্ছেদ করে ভিতরের কষ্টগুলো,
ক্ষত বিক্ষত করে তাকে,
মানাতে পারে না সে,
নিজেকে নির্বাসিত করে নিরালায়,
মুক্তি পেতে চায় সবকিছুর বিনিময়ে,
বিচ্ছেদের করুণ ঝঞ্ঝায় ।
.==================
#রূপনগর_ঢাকা।
#তারিখ_০৭/০৫/২০২০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৫/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast