।।। ইচ্ছের হলুদ খাম।।।
ইচ্ছের হলুদ খামে আবদ্ধ থাকে সব ইচ্ছেরা,
অবসন্ন দুপুরে কিংবা বিষন্ন সন্ধ্যায় বা
গভীর নিশিতে কিংবা সুবেহ সাদেক বেলায়,
মাঝে মাঝে ইচ্ছের হলুদ খামটার মুখ খুলে,
একটু নজর বুলাই আনমনে,
অসাড় ইচ্ছের দেহ গুলো র্নিলিপ্ত ভঙ্গিমায়,
ইচ্ছের খামের ভেতর কেমন হযবরল,
এ যে সরকারি দপ্তরের লাল ফিতা বাঁধা,
বছরের পর বছর, ধুলার আস্তরণের ভেতর
অবহেলায় পড়ে থাকা ফাইল ভেবে ।
যে ফাইলের অভ্যন্তরে লুকিয়ে থাকে
হাজারো বিষাদ আর দুঃখের শ্লোক গাঁথা।
মানুষের ইচ্ছেগুলোর জীবনী শক্তি অফুরন্ত,
মরিচা ধরে, কখনও বিবর্ণ হয়,
ধূসর থেকে ধূসরতায় বদলায়,
কখনও শুকনো পাতা পোড়া ছাই রঙের ,
কখনোও সবুজাভ-হলদে স্যাওলা জমে,
কখন ট্যাঁরা বাঁকা,
নয়তো শুকিয়ে ঝুরঝুরে আমচুর,
কখনও ইচ্ছে গুলো থমকে যায়,
চাঁদের আলো গায়ে মেখে,
কিন্ত ইচ্ছেরা মরে না।
ইচ্ছেরা দুর্নিবার, ইচ্ছেরা বিমর্ষ,ইচ্ছেরা ক্লান্ত,
ইচ্ছেরা নির্জীবের মত পড়ে থাকে আমৃত্যু আশা নিয়ে,
ইচ্ছের হলুদ খামের ভেতর।
আমারও কত ইচ্ছে ছিল,
তোমায় নিয়ে প্রথম সূর্যোদয়ের দেশে
সূর্যোদয় দেখতে যাবো,
ইচ্ছে ছিল হিমালয়ের চূড়ায় উঠে
তুষার ঝড়ের বাতাস গায়ে মাখাবো,
ইচ্ছে ছিল টেমস নদীর পাড়ে দাঁড়িয়ে
বাদাম খাবো দুজনে,
ইচ্ছে ছিল নায়াগ্রা জলপ্রপাতের,
ক্রম ধাবমান জলের দিকে তাকিয়ে
আলতো করে তোমার হাতে হাত রাখবো,
ইচ্ছে ছিল, সমুদ্র পাড়ে দাঁড়িয়ে
সূর্যাস্ত দেখতে দেখতে বিভোর হবো
ভবিষ্যৎ স্বপ্ন কল্পে,
ইচ্ছে ছিল কোন এক মরুর বুকে
উটের পিঠে করে কয়েক শ মাইল পার হবো দুজনে,
কোন এক আরব বেদুইন হয়ে,
ইচ্ছে ছিল কোন এক পূর্ণিমায়,
বাড়ির খোলা ছাঁদে বসে দুজনে
চাঁদের দিকে তাকিয়ে পার করবো সারারাত,
পূর্ণিমার আলো গায়ে মাখতে মাখতে,
ঘুমিয়ে পড়বো তোমার কোলে মাথা রেখে,
ইচ্ছে ছিল কোন এক কাক ডাকা ভোরে,
দুজন হাত ধরাধরি করে ফাঁকা রাস্তায় বহুদূরে হেঁটে যাবো,
ইচ্ছে ছিল কোন শীতের সকালে,
শিশির ভেজা সবুজ ঘাসে দুজনে পা ডুবাবো,
ইচ্ছে ছিল জীবনের এ টানপোড়েন সময়
গুলো দুজন দুজনকে সামলে নেবো,
ঠিকই পথ করে পার হয়ে যাবো,
আগত আর আসন্ন দুর্যোগের পথ গুলো,
কে জানে, পুরাতন টর্নেডোরা
কেন বারে বারে ফিরে আসে,
এলো মেলো করে জনপদ,
আর নষ্ট করে মানুষের ইচ্ছেগুলোকে
কেন খুঁজে পাই না আমি তোমাকে
এ তিমির কালরাত্রিতেও।
মানুষের জীবনে হাজারো ইচ্ছে
উপেক্ষিত হয় বারংবার,
তবুও মানুষ অপেক্ষায় থাকে,
ইচ্ছের হলুদ খামটা হাতে নিয়ে,
হয়তো কোন একদিন তার
একটি ইচ্ছে পূরণ হবে এই ভেবে।
.=================
#রূপনগর_ঢাকা- ০৪/০৫/২০২০।
অবসন্ন দুপুরে কিংবা বিষন্ন সন্ধ্যায় বা
গভীর নিশিতে কিংবা সুবেহ সাদেক বেলায়,
মাঝে মাঝে ইচ্ছের হলুদ খামটার মুখ খুলে,
একটু নজর বুলাই আনমনে,
অসাড় ইচ্ছের দেহ গুলো র্নিলিপ্ত ভঙ্গিমায়,
ইচ্ছের খামের ভেতর কেমন হযবরল,
এ যে সরকারি দপ্তরের লাল ফিতা বাঁধা,
বছরের পর বছর, ধুলার আস্তরণের ভেতর
অবহেলায় পড়ে থাকা ফাইল ভেবে ।
যে ফাইলের অভ্যন্তরে লুকিয়ে থাকে
হাজারো বিষাদ আর দুঃখের শ্লোক গাঁথা।
মানুষের ইচ্ছেগুলোর জীবনী শক্তি অফুরন্ত,
মরিচা ধরে, কখনও বিবর্ণ হয়,
ধূসর থেকে ধূসরতায় বদলায়,
কখনও শুকনো পাতা পোড়া ছাই রঙের ,
কখনোও সবুজাভ-হলদে স্যাওলা জমে,
কখন ট্যাঁরা বাঁকা,
নয়তো শুকিয়ে ঝুরঝুরে আমচুর,
কখনও ইচ্ছে গুলো থমকে যায়,
চাঁদের আলো গায়ে মেখে,
কিন্ত ইচ্ছেরা মরে না।
ইচ্ছেরা দুর্নিবার, ইচ্ছেরা বিমর্ষ,ইচ্ছেরা ক্লান্ত,
ইচ্ছেরা নির্জীবের মত পড়ে থাকে আমৃত্যু আশা নিয়ে,
ইচ্ছের হলুদ খামের ভেতর।
আমারও কত ইচ্ছে ছিল,
তোমায় নিয়ে প্রথম সূর্যোদয়ের দেশে
সূর্যোদয় দেখতে যাবো,
ইচ্ছে ছিল হিমালয়ের চূড়ায় উঠে
তুষার ঝড়ের বাতাস গায়ে মাখাবো,
ইচ্ছে ছিল টেমস নদীর পাড়ে দাঁড়িয়ে
বাদাম খাবো দুজনে,
ইচ্ছে ছিল নায়াগ্রা জলপ্রপাতের,
ক্রম ধাবমান জলের দিকে তাকিয়ে
আলতো করে তোমার হাতে হাত রাখবো,
ইচ্ছে ছিল, সমুদ্র পাড়ে দাঁড়িয়ে
সূর্যাস্ত দেখতে দেখতে বিভোর হবো
ভবিষ্যৎ স্বপ্ন কল্পে,
ইচ্ছে ছিল কোন এক মরুর বুকে
উটের পিঠে করে কয়েক শ মাইল পার হবো দুজনে,
কোন এক আরব বেদুইন হয়ে,
ইচ্ছে ছিল কোন এক পূর্ণিমায়,
বাড়ির খোলা ছাঁদে বসে দুজনে
চাঁদের দিকে তাকিয়ে পার করবো সারারাত,
পূর্ণিমার আলো গায়ে মাখতে মাখতে,
ঘুমিয়ে পড়বো তোমার কোলে মাথা রেখে,
ইচ্ছে ছিল কোন এক কাক ডাকা ভোরে,
দুজন হাত ধরাধরি করে ফাঁকা রাস্তায় বহুদূরে হেঁটে যাবো,
ইচ্ছে ছিল কোন শীতের সকালে,
শিশির ভেজা সবুজ ঘাসে দুজনে পা ডুবাবো,
ইচ্ছে ছিল জীবনের এ টানপোড়েন সময়
গুলো দুজন দুজনকে সামলে নেবো,
ঠিকই পথ করে পার হয়ে যাবো,
আগত আর আসন্ন দুর্যোগের পথ গুলো,
কে জানে, পুরাতন টর্নেডোরা
কেন বারে বারে ফিরে আসে,
এলো মেলো করে জনপদ,
আর নষ্ট করে মানুষের ইচ্ছেগুলোকে
কেন খুঁজে পাই না আমি তোমাকে
এ তিমির কালরাত্রিতেও।
মানুষের জীবনে হাজারো ইচ্ছে
উপেক্ষিত হয় বারংবার,
তবুও মানুষ অপেক্ষায় থাকে,
ইচ্ছের হলুদ খামটা হাতে নিয়ে,
হয়তো কোন একদিন তার
একটি ইচ্ছে পূরণ হবে এই ভেবে।
.=================
#রূপনগর_ঢাকা- ০৪/০৫/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৯/০৬/২০২০মুগ্ধতা ভরে গেল আমার হৃদয়
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৭/০৫/২০২০অসংখ্য ধন্যবাদ আমার কবি বন্ধুদের। ভালবাসা অবিরত। ❤
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০৫/২০২০অনবদ্য চিন্তাধারা।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৫/২০২০স্বপ্নের কথা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৫/২০২০খুবই সুন্দর। আপনার ইচ্ছা পূরণ হোক কবি।
-
ফয়জুল মহী ০৪/০৫/২০২০দারুণ লেখা । ভালো থাকুন।