।।। আকাশের সাথে মিতালী।।।
আকাশের দিকে তাকিয়ে,
নীলিমায় ভাসে চোখ,
নিস্পলক চোখ বোজে না কভু,
সারাক্ষণই অপলকে চেয়ে থাকে,
ঘুমকাতুরে ভঙ্গিমায় অবারিত।
পুষে রাখা বুকের ভেতর,
দীর্ঘ শ্বাসের বুঁদ বুঁদ বাষ্প রেণু,
জলীয় বাষ্প হয়ে নীল আকাশে ভাসে,
মেঘের স্পর্শতায়,
অঝোর ধারায় নামে এ ধরণী পর।
জানি না আমার নাকি আকাশের অব্যক্ত
কষ্টগুলো ঝরে এমন ক্ষরণে ,
প্লাবিত করে চারপাশ,
কি এক অনাকাঙ্ক্ষিত
চাপা আত্ননাদে করে আত্ননাশ ।
নিরন্তর বিশাল আকাশের নিজস্ব কষ্টেরা ,
জায়গা করে নেয় একটু লুকাবার,
কোন এক কৃষ্ণগহ্বর, নয়তো কোন
গ্রহ বা নক্ষত্র পুঞ্জ মাঝে,
আমিও এক টুকরো জায়গা খুঁজি,
লুকাতে পারি যদি আমার কষ্টগুলো সেখানে।
আকাশের সাথে মিতালী করার দুর্দান্ত প্রয়াশ ,
আমার পত্রের উত্তরে পেয়ে যাই যদি তার ভুবনে,
এক টুকরো জায়গার হদিস,
তবে সব কষ্টগুলো পাঠিয়ে দেবো,
চিরকালের জন্য নির্বাসনে সেথায়।।
====================.
#ঢাকা_৩০/০৪/২০২০।
নীলিমায় ভাসে চোখ,
নিস্পলক চোখ বোজে না কভু,
সারাক্ষণই অপলকে চেয়ে থাকে,
ঘুমকাতুরে ভঙ্গিমায় অবারিত।
পুষে রাখা বুকের ভেতর,
দীর্ঘ শ্বাসের বুঁদ বুঁদ বাষ্প রেণু,
জলীয় বাষ্প হয়ে নীল আকাশে ভাসে,
মেঘের স্পর্শতায়,
অঝোর ধারায় নামে এ ধরণী পর।
জানি না আমার নাকি আকাশের অব্যক্ত
কষ্টগুলো ঝরে এমন ক্ষরণে ,
প্লাবিত করে চারপাশ,
কি এক অনাকাঙ্ক্ষিত
চাপা আত্ননাদে করে আত্ননাশ ।
নিরন্তর বিশাল আকাশের নিজস্ব কষ্টেরা ,
জায়গা করে নেয় একটু লুকাবার,
কোন এক কৃষ্ণগহ্বর, নয়তো কোন
গ্রহ বা নক্ষত্র পুঞ্জ মাঝে,
আমিও এক টুকরো জায়গা খুঁজি,
লুকাতে পারি যদি আমার কষ্টগুলো সেখানে।
আকাশের সাথে মিতালী করার দুর্দান্ত প্রয়াশ ,
আমার পত্রের উত্তরে পেয়ে যাই যদি তার ভুবনে,
এক টুকরো জায়গার হদিস,
তবে সব কষ্টগুলো পাঠিয়ে দেবো,
চিরকালের জন্য নির্বাসনে সেথায়।।
====================.
#ঢাকা_৩০/০৪/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৩/০৫/২০২০
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০৫/২০২০গভীর ভাবনা।
-
ফয়জুল মহী ০১/০৫/২০২০পরিপাটি লেখা ,ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
-
গাজী তারেক আজিজ ০১/০৫/২০২০বেশ!
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৫/২০২০অসাধারণ লিখেছেন।
অনেক ভালো থাকবেন আপনারা।