।।। আগুন জ্বলে।।।
বুকের মধ্যে যে আগুন জ্বলে,
তা কোন কাঠের আগুন নয়,
নয় তা কোন কয়লার আগুন,
নয় তা গ্যাস কূপের সৃষ্ট প্রজ্বলিত শিখা,
কিংবা নয় আমাজনের বনের দাবানল,
এমনটাও নয় যে পাহাড়ের বুক চিরে,
অগ্নি উৎপাতের লাভার আগুনের বিচ্ছুরণ ।
বুকের মধ্যে যে আগুন জ্বলে,
তা তো কোন বৈদুতিক শর্ট সার্কিটের আগুন নয়,
নয় কোন দেশলাই কারখানার বারুদের আগুন।
বুকের মধ্যে যে আগুন জ্বলে,
নয় তা পেট্রোলিয়াম জাতীয় কোন দাহ্য
পদার্থের আগুন,
কিংবা প্রচণ্ড খরায় ফসলি জমি পুড়ে যাবার আগুন।
বুকের মধ্যে যে আগুন জ্বলে,
নয় তা তুষের আগুন কণা,
কিংবা নয় তা সাহারা মরুভূমির
সূর্য কিরণের তপ্ত বালুর আগুনের উদগিরণ,
নয় তুর্কমেনিস্থানের কারাকুম মরুভূমির
ডোর টু হেলের ভয়ানক অগ্নি লেলিহান।
বুকের মধ্যে যে আগুন জ্বলে,
নয় তা কোন শ্মশানের চিতার আগুন,
যে আগুন জ্বলে বুকের মাঝে প্রতি মুহূর্তে
তা মানুষের মনের একান্ত অনুশোচনারই আগুন।।
++++++++++
#ঢাকা_১২/০৪/২০২০।
তা কোন কাঠের আগুন নয়,
নয় তা কোন কয়লার আগুন,
নয় তা গ্যাস কূপের সৃষ্ট প্রজ্বলিত শিখা,
কিংবা নয় আমাজনের বনের দাবানল,
এমনটাও নয় যে পাহাড়ের বুক চিরে,
অগ্নি উৎপাতের লাভার আগুনের বিচ্ছুরণ ।
বুকের মধ্যে যে আগুন জ্বলে,
তা তো কোন বৈদুতিক শর্ট সার্কিটের আগুন নয়,
নয় কোন দেশলাই কারখানার বারুদের আগুন।
বুকের মধ্যে যে আগুন জ্বলে,
নয় তা পেট্রোলিয়াম জাতীয় কোন দাহ্য
পদার্থের আগুন,
কিংবা প্রচণ্ড খরায় ফসলি জমি পুড়ে যাবার আগুন।
বুকের মধ্যে যে আগুন জ্বলে,
নয় তা তুষের আগুন কণা,
কিংবা নয় তা সাহারা মরুভূমির
সূর্য কিরণের তপ্ত বালুর আগুনের উদগিরণ,
নয় তুর্কমেনিস্থানের কারাকুম মরুভূমির
ডোর টু হেলের ভয়ানক অগ্নি লেলিহান।
বুকের মধ্যে যে আগুন জ্বলে,
নয় তা কোন শ্মশানের চিতার আগুন,
যে আগুন জ্বলে বুকের মাঝে প্রতি মুহূর্তে
তা মানুষের মনের একান্ত অনুশোচনারই আগুন।।
++++++++++
#ঢাকা_১২/০৪/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ২৮/০৪/২০২০দারুণ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৭/০৪/২০২০ধন্যবাদ কবি বন্ধুরা। আপনারা যে ভাবে আমাকে সবসময় উৎসাহিত করেন, আমি আপনাদের কাছে দিনকে দিন ঋনী হয়ে পড়েছি। দোয়া রাখবেন যেন ভাল কিছু লিখে রেখে যেতে পারি আগামীর জন্যে। ❤😍
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৭/০৪/২০২০মানুষের মনের আগুণ অদৃশ্য। দেখা না গেলেও অনুভব করা যায় বেশ।
-
কুমারেশ সরদার ২৭/০৪/২০২০না জবাব
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৪/২০২০আগুন নিভাতে পারে সন্তুষ্টির পানি।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৭/০৪/২০২০খুব ভালো লিখেছেন কবি....
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৭/০৪/২০২০খুব সুন্দর হয়েছে
-
ফয়জুল মহী ২৬/০৪/২০২০লেখা পড়ে ভালো লেগেছে।