www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। অমানুষের বসবাস ।।।।

মানুষ হতে চেয়েছিলাম , সত্যিকারের শুদ্ধ মানুষ হতে,
হৃদয়বান মানুষ হতে, ভালবাসার মানুষ হতে,
অসহায়ের কষ্ট লাঘবের মানুষ হতে,
অন্ধের পথ দেখাবার মানুষ হতে,
দুখীর দুঃখ ভাগ করে নেবার মানুষ হতে,
আশাহতের মনের আশা জাগাবার মানুষ হতে,
অন্যায়ের প্রতিবাদী কন্ঠ স্বরের একজন মানুষ হতে,
কিন্ত মানুষ হতে গিয়ে অমানুষ হলাম কবে,
দিন, ক্ষণ, সপ্তাহ, মাস,বছর, যুগ,
কোন কিছুই তো নেই মনে,
নিজেকে জানতে চেয়েও তো জানা হয়নি ,
সারাক্ষণই তো মানুষের নাম ভূমিকায়
অভিনয় নিয়েই ব্যস্ত,
কখনো মনে হয়,
কোন হসপিটালের অপারেশন থিয়েটারের টেবিলে
নিজ শরীরের প্রতিটি অঙ্গের যন্ত্রাংশ গুলো
আলাদা করে দেখা দরকার ছিল ,
অণুবীক্ষণ যন্ত্রের অভিনেত্রে চোখ লাগিয়ে
তন্ন তন্ন করে শরীরের প্রতি অঙ্গের বিশ্লেষণ হয়নি কেন?
জানা হয়নি কেন
মানুষের ভেতরের অমানুষের প্রতিচ্ছবি কে এতদিনেও।

জানতে চাওয়া হয়নি একটা মানুষ অমানুষ হলে,
তার ভিতরকার জিনের আদি উৎস কোথায় ?
কিভাবে অঙ্কুরোদয় হয় মানুষের
ভেতর অমানুষের চারা গাছ অতি সন্তর্পণে ?
কিভাবে নিষ্পাপ শিশু থেকে পূর্ণ বয়স্ক মানুষ হতে হতে ,
অমানুষে রূপান্তরিত হয়?
বা রূপান্তরের কোন সূত্র মেনে মানুষ অমানুষ হয়?

তবে কি সিন্ধু, মিসরীয়,সুমেরীয়,পারস্য,ব্যাবিলনীয়,
রোমান, ইজিয়ান সভ্যতা থেকে
সেনোজোয়িক যুগের হাত ধরে আজকের যে আধুনিকতার আগমন,
নাকি পরিবর্তিত অসভ্য সমাজ হতে
আজকের তথা কথিত মুখোশধারী ভদ্র সমাজের আধিপত্য,
নাকি অতি শিক্ষার পর্দার আড়ালে কৌশলই মনোভাব
আর মনের গোপন কোণে
অতি লোভ আকাঙ্ক্ষার লাগাম হীন ছুটে চলার কৃতিত্ব,
নাকি কৃষি থেকে শিল্পায়নের বিপ্লব,
নাকি গ্রামীণ থেকে আধুনিক শহরায়নের প্রসারণ,
নাকি ডারউইনের বিবর্তবাদের ভুল তথ্য মোতাবেক,
মানুষ বাদর জাতীয় প্রাণীর
বংশাণু হতে উৎপন্ন জাতি বলেই কি,
মানুষের ভেতর এ অমানুষের বসবাস।
===============.
#ঢাকা_২২/০৪/২০২০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast