।।। মহাকালের অন্তঃপুর।।।
সময়ের দৌরাত্ন্যে কেটে যায় জীবন,
পেরিয়ে এলো শৈশব, কৈশোর, যৌবন।
পড়ন্ত বিকেল জানান দিয়ে যায় ,
সময়েই সবকিছু মহাকালে হারায় ।
তেজদ্রীপ্ত রক্ত কণিকা -
শরীরে শিরা উপশিরায় দৌড়ায়,
হিতাহিত জ্ঞান শূন্য মানুষ,
জীবন, রেসের ঘোড়ায় আসওয়ার,
ক্ষণিক জীবনে অনেক কিছুরই বায়না,
ন্যায় অন্যায় বোধের সংগায় ব্যবচ্ছেদ,
ছুরি কাঁচি চালিয়ে যে যার মত
সাজিয়ে নেয় নিজ আর্দশের খেত,
শিখর হতে শিখরে, ব্যাসার্ধ হতে বিন্দুতে ,
শক্তি হতে শক্তিমান হবার বাসনা সদা জাগ্রত,
মনুষ্য সুস্থ চিন্তায় রচে জীবন্ত কবর,
বিবেক নামক পরাধীনতা হতে,
মুক্তির আস্বাদনে মানুষ বিজিত,
অনৈতিক কর্মের অনুমোদন,
মানুষ স্বীয় ভগবান স্বরূপে আজ
জমিনে অধিষ্ঠিত ,
মানবতার ধূসর আকাশের নিয়ন্ত্রক,
জেনো, তোমারও ক্ষয় বিনাশ অবধারিত,
কোন এক সময় মহাকালের
অন্তঃপুরে।
================.
#নিরব_নির্বাসন।
#ঢাকা_১৮/০৪/২০২০।
পেরিয়ে এলো শৈশব, কৈশোর, যৌবন।
পড়ন্ত বিকেল জানান দিয়ে যায় ,
সময়েই সবকিছু মহাকালে হারায় ।
তেজদ্রীপ্ত রক্ত কণিকা -
শরীরে শিরা উপশিরায় দৌড়ায়,
হিতাহিত জ্ঞান শূন্য মানুষ,
জীবন, রেসের ঘোড়ায় আসওয়ার,
ক্ষণিক জীবনে অনেক কিছুরই বায়না,
ন্যায় অন্যায় বোধের সংগায় ব্যবচ্ছেদ,
ছুরি কাঁচি চালিয়ে যে যার মত
সাজিয়ে নেয় নিজ আর্দশের খেত,
শিখর হতে শিখরে, ব্যাসার্ধ হতে বিন্দুতে ,
শক্তি হতে শক্তিমান হবার বাসনা সদা জাগ্রত,
মনুষ্য সুস্থ চিন্তায় রচে জীবন্ত কবর,
বিবেক নামক পরাধীনতা হতে,
মুক্তির আস্বাদনে মানুষ বিজিত,
অনৈতিক কর্মের অনুমোদন,
মানুষ স্বীয় ভগবান স্বরূপে আজ
জমিনে অধিষ্ঠিত ,
মানবতার ধূসর আকাশের নিয়ন্ত্রক,
জেনো, তোমারও ক্ষয় বিনাশ অবধারিত,
কোন এক সময় মহাকালের
অন্তঃপুরে।
================.
#নিরব_নির্বাসন।
#ঢাকা_১৮/০৪/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ নাসিদুল ইসলাম ২০/০৪/২০২০ভালো লাগলো
-
সীমন্ত মৈত্র ১৯/০৪/২০২০কথাগুলো বাস্তব, খুব সুন্দর
-
শরিফুল ইসলাম (1990) ১৯/০৪/২০২০বাস্তব সত্য
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৯/০৪/২০২০চমাৎকার প্রকাশ।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৯/০৪/২০২০বেশ সুন্দর লেখনী
-
সফিউল্লাহ আনসারী ১৯/০৪/২০২০ভালো লাগলো
-
মিলন সরকার রাকিব ১৯/০৪/২০২০ভালো লাগলো। শুভকামনা রইলো।
-
ফয়জুল মহী ১৮/০৪/২০২০কমনীয় ভাবনা
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৪/২০২০ভালো।
-
কুমারেশ সরদার ১৮/০৪/২০২০কবিতার কথাগুলো খুবই বাস্তব