।।। গন্তব্য অন্য কোথাও।।।
না, আমি এখানে থাকতে আসিনি ,
এ আমার গন্তব্য নয়,
গন্তব্য বলে যা জানি তা আমার নয়।।
এখানে মানুষের চোখে জ্বলে প্রতিহিংসা,
আছে শঠতা, মিথ্যাচার ,দুর্নীতি,
প্রতারণা, বঞ্চনার ঘোলা জল ,
আছে ভুলের কাঁদা ছোঁড়াছুড়িতে
আত্মতৃপ্তি,
তোমাদেরকে ভালবেসে হৃদয়ে ঝড় তুলতে এসেছি,
পারিনি ,
ব্যর্থ হয়ে নিজেই ক্ষতবিক্ষত হয়েছি
পৈশাচিকতার নখরাঘাতে,
আত্নচিৎকার প্রতিধ্বনিত হয়েছে
দেওয়ালে দেওয়ালে,
কটু কথা শুনাতেও ছাড়েনি কেহ,
শ্রবণেদ্রীয় নিষ্কর্ম হয়েছে,
আধুনিক মানুষেরা ঠাট্টা তামাশা করে,
হৃদয় আর হৃদয়ের কথা
কেনা বেচা করে হাটে বাজারে,
হয়না আমার খোলা বাজারে
হৃদয় কথার বেচাবিকিনি ।।
তাই এ গন্তব্য আমার নয়,
গন্তব্য বলে আমার সম্মুখে
আর কোনো পথই খোলা নেই,
জীবনের প্রতিটি গলি ছেয়ে আছে
ঘুঁট ঘুঁটে অন্ধকারে,
তাই, একটু খানি দাঁড়িয়ে ই চলে যাবো।।
আমার চিরন্তন গন্তব্যের আগে
খানিকটা যাত্রা বিরতি তোমাদের গন্তব্যে,
মাধ্যাকর্ষণের মত আমার
চিরন্তন গন্তব্য অপরিবর্তনীয়,
আমার গন্তব্য এখানে নয়,
অন্য কোথাও ।
++++++++++
#নিরব_নির্বাসন।
#ঢাকা_২৬/০৩/২০২০।
এ আমার গন্তব্য নয়,
গন্তব্য বলে যা জানি তা আমার নয়।।
এখানে মানুষের চোখে জ্বলে প্রতিহিংসা,
আছে শঠতা, মিথ্যাচার ,দুর্নীতি,
প্রতারণা, বঞ্চনার ঘোলা জল ,
আছে ভুলের কাঁদা ছোঁড়াছুড়িতে
আত্মতৃপ্তি,
তোমাদেরকে ভালবেসে হৃদয়ে ঝড় তুলতে এসেছি,
পারিনি ,
ব্যর্থ হয়ে নিজেই ক্ষতবিক্ষত হয়েছি
পৈশাচিকতার নখরাঘাতে,
আত্নচিৎকার প্রতিধ্বনিত হয়েছে
দেওয়ালে দেওয়ালে,
কটু কথা শুনাতেও ছাড়েনি কেহ,
শ্রবণেদ্রীয় নিষ্কর্ম হয়েছে,
আধুনিক মানুষেরা ঠাট্টা তামাশা করে,
হৃদয় আর হৃদয়ের কথা
কেনা বেচা করে হাটে বাজারে,
হয়না আমার খোলা বাজারে
হৃদয় কথার বেচাবিকিনি ।।
তাই এ গন্তব্য আমার নয়,
গন্তব্য বলে আমার সম্মুখে
আর কোনো পথই খোলা নেই,
জীবনের প্রতিটি গলি ছেয়ে আছে
ঘুঁট ঘুঁটে অন্ধকারে,
তাই, একটু খানি দাঁড়িয়ে ই চলে যাবো।।
আমার চিরন্তন গন্তব্যের আগে
খানিকটা যাত্রা বিরতি তোমাদের গন্তব্যে,
মাধ্যাকর্ষণের মত আমার
চিরন্তন গন্তব্য অপরিবর্তনীয়,
আমার গন্তব্য এখানে নয়,
অন্য কোথাও ।
++++++++++
#নিরব_নির্বাসন।
#ঢাকা_২৬/০৩/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৬/০৪/২০২০খৃবই সুন্দর।
-
গাজী তারেক আজিজ ০৬/০৪/২০২০কষ্ট
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৬/০৪/২০২০দারুন লেখা কবি ।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৪/২০২০ভালো লাগলো।
-
ফয়জুল মহী ০৬/০৪/২০২০চমৎকার উপস্থাপন ।