।।। বিষাদী কাব্য।।।
।।। বিষাদী কাব্য।।।
++++++++++++++++++
বিষাদের হাওয়ায় যদি মন গুমরে ওঠে,
হৃদয় কুল যদি সাগর বানে ভাসে,
বুকের ভেতর উতপ্ত কিরণে
চোখে জমে বাষ্প রেণু,
ঠোঁটকে স্পর্শ করে হঠাৎ নোনা স্বাদে ,
সম্বিত ফিরে দেখি এতো প্রিয়ার চুম্বন নয়।।
দুঃখের পেয়ালায় চুমুক দিতে দিতে,
তিক্ত রসে একাকার মুখগহ্বর,
চেনা পথ যদি অচেনা হয় কখনও,
দীর্ঘ থেকে দীর্ঘতম হয় পথের দূরত্ব,
মন্থর হয় জীবনের গতি
উদ্দেশ্যহীন ভাবে হাঁটাহাঁটি,
এটাই তবে কি ভবিতব্য ?
বন্ধনের মজবুত গাঁথুনিতে,
পাড়ি দেয়া যায় উত্তাল সাগর,
দক্ষ নাবিক হয়ে হাল ধরেছি বারংবার,
উপেক্ষা করেছি আগত মৃত্যুকে,
নিমেষেই পেরিয়েছি আকাশ চুম্বী
বিপদের ঢেউ,
বিপদ সংকুল পথ নির্ভীক পায়ে মাড়িয়ে
পিছে ফেলেছি শত সহস্র ক্রোশ,
প্রাণও রস সজ্ঞীবিত সুধা হয়ে
বাড়িয়েছে জীবনের আয়ু।
এ মন ভেঙেছে যে যার মত করে,
ধরেছে ছেড়েছে এ হাত কত অজুহাতে,
দলেছে পিষেছে এ হৃদয় যতবার,
প্রতিবারই বিষিয়েছে এ মন,
জানিয়েছে নির্বিকার প্রতিবাদ।।
আজ বড়ই ক্লান্ত শ্রান্ত পথিক বেশে,
এ অশথ ছায়া দিতে পারেনা বুঝি
শান্তির রেশ।
চলো,
আর কারও অপেক্ষা নয়,
আর কেনই বৃথা আশা লয়ে বাঁচা,
সবাই তো খুঁজে পেল যে যার মত ঘর,
আমিও না হই খুঁজে নেই একটু আশ্রয়,
ঐ নিঃসীম নিরালা নীল আকাশের
ওপারে।
++++++++
# নিরব_নির্বাসন।
# ঢাকা_ ১৬/০৩/২০২০।
++++++++++++++++++
বিষাদের হাওয়ায় যদি মন গুমরে ওঠে,
হৃদয় কুল যদি সাগর বানে ভাসে,
বুকের ভেতর উতপ্ত কিরণে
চোখে জমে বাষ্প রেণু,
ঠোঁটকে স্পর্শ করে হঠাৎ নোনা স্বাদে ,
সম্বিত ফিরে দেখি এতো প্রিয়ার চুম্বন নয়।।
দুঃখের পেয়ালায় চুমুক দিতে দিতে,
তিক্ত রসে একাকার মুখগহ্বর,
চেনা পথ যদি অচেনা হয় কখনও,
দীর্ঘ থেকে দীর্ঘতম হয় পথের দূরত্ব,
মন্থর হয় জীবনের গতি
উদ্দেশ্যহীন ভাবে হাঁটাহাঁটি,
এটাই তবে কি ভবিতব্য ?
বন্ধনের মজবুত গাঁথুনিতে,
পাড়ি দেয়া যায় উত্তাল সাগর,
দক্ষ নাবিক হয়ে হাল ধরেছি বারংবার,
উপেক্ষা করেছি আগত মৃত্যুকে,
নিমেষেই পেরিয়েছি আকাশ চুম্বী
বিপদের ঢেউ,
বিপদ সংকুল পথ নির্ভীক পায়ে মাড়িয়ে
পিছে ফেলেছি শত সহস্র ক্রোশ,
প্রাণও রস সজ্ঞীবিত সুধা হয়ে
বাড়িয়েছে জীবনের আয়ু।
এ মন ভেঙেছে যে যার মত করে,
ধরেছে ছেড়েছে এ হাত কত অজুহাতে,
দলেছে পিষেছে এ হৃদয় যতবার,
প্রতিবারই বিষিয়েছে এ মন,
জানিয়েছে নির্বিকার প্রতিবাদ।।
আজ বড়ই ক্লান্ত শ্রান্ত পথিক বেশে,
এ অশথ ছায়া দিতে পারেনা বুঝি
শান্তির রেশ।
চলো,
আর কারও অপেক্ষা নয়,
আর কেনই বৃথা আশা লয়ে বাঁচা,
সবাই তো খুঁজে পেল যে যার মত ঘর,
আমিও না হই খুঁজে নেই একটু আশ্রয়,
ঐ নিঃসীম নিরালা নীল আকাশের
ওপারে।
++++++++
# নিরব_নির্বাসন।
# ঢাকা_ ১৬/০৩/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৪/০৩/২০২০ধন্যবাদ আমার কবি বন্ধুদের এ ভাবে উৎসাহিত করার জন্য।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৩/২০২০ভালো।
-
আলমগীর সরকার লিটন ১৮/০৩/২০২০বেশ ভাবনাময়
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৭/০৩/২০২০মন্দ না
-
ফয়জুল মহী ১৭/০৩/২০২০ভালো
-
রেজাউল ইসলাম ১৭/০৩/২০২০মুগ্ধ হলাম