।।।। বৈষম্যের আত্নকথা ।।।
কোরআন পড়, পুরাণ পড়,
বেদ, বাইবেল, গীতা পড়,
কোন গ্রন্থে লেখা আছে
মানুষে মানুষে বিভেদ করো?
কোন গ্রন্থে পেলে তোমরা
বিভাজনের সংজ্ঞা গুলো ?
সব গ্রন্থেই বলে গেছে,
থাকো তোমরা মিলে মিশে,
জাত অ-জাত উঁচু নিচুর
বিচার বিশ্লেষণ করোনা কিছুর,
মনে রেখো সবাই সমান
একই খোদার কাছে।
তারই নিয়ম বিধান মেনে,
জন্ম যদি হয় উঁচু ঘরে,
সেই খুশিতে আত্মহারা
হয়ো না তুমি শত।
ঈশ্বরের ই বিধান মেনে,
জন্ম যদি হয় নিচু ঘরে,
সে দোষ তোমরা দিও নাকো
নিচু জাতের উপর।
রাজার ছেলে রাজা হবে,
মুচির ছেলে মুচি,
এ বৈষম্যের তত্ব কথা
পেলে কোথায় শুনি?
ক্ষমতা আর ধনের মোহে,
যা ইচ্ছা তাই করো,
এ ক্ষমতা দেয়নি তোমায়
ঐ বিধাতা জেনো ।।
সমাজ পতি সেজে তোমরা
সমাজে করো ফুটো,
নিয়ম নীতির তোয়াক্কা
বিহিন একদিন হবে ঠুঁটো।
কিসের দেমাক কিসের অহং,
কিসের বাহাদুরি,
শ্বাস যন্ত্রটি বিগড়ে গেলে
ক্ষান্ত হবে সবই।।
+++++++++
নিরব নির্বাসন।
ঢাকা- ০৪/০৩/২০২০।
বেদ, বাইবেল, গীতা পড়,
কোন গ্রন্থে লেখা আছে
মানুষে মানুষে বিভেদ করো?
কোন গ্রন্থে পেলে তোমরা
বিভাজনের সংজ্ঞা গুলো ?
সব গ্রন্থেই বলে গেছে,
থাকো তোমরা মিলে মিশে,
জাত অ-জাত উঁচু নিচুর
বিচার বিশ্লেষণ করোনা কিছুর,
মনে রেখো সবাই সমান
একই খোদার কাছে।
তারই নিয়ম বিধান মেনে,
জন্ম যদি হয় উঁচু ঘরে,
সেই খুশিতে আত্মহারা
হয়ো না তুমি শত।
ঈশ্বরের ই বিধান মেনে,
জন্ম যদি হয় নিচু ঘরে,
সে দোষ তোমরা দিও নাকো
নিচু জাতের উপর।
রাজার ছেলে রাজা হবে,
মুচির ছেলে মুচি,
এ বৈষম্যের তত্ব কথা
পেলে কোথায় শুনি?
ক্ষমতা আর ধনের মোহে,
যা ইচ্ছা তাই করো,
এ ক্ষমতা দেয়নি তোমায়
ঐ বিধাতা জেনো ।।
সমাজ পতি সেজে তোমরা
সমাজে করো ফুটো,
নিয়ম নীতির তোয়াক্কা
বিহিন একদিন হবে ঠুঁটো।
কিসের দেমাক কিসের অহং,
কিসের বাহাদুরি,
শ্বাস যন্ত্রটি বিগড়ে গেলে
ক্ষান্ত হবে সবই।।
+++++++++
নিরব নির্বাসন।
ঢাকা- ০৪/০৩/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৬/০৩/২০২০ভালোই
-
পি পি আলী আকবর ০৬/০৩/২০২০দারুণ
-
ফয়জুল মহী ০৬/০৩/২০২০চমৎকার লিখেছেন