।।। ভুলের কাব্য।।।
।।। ভুলের কাব্য।।।
+++++++++++
ভুলে ভরা জীবন আমার,
ভুলেই যে হয় শেষ,
ভুল সংশোধন করে নিলে,
হতোই কতটা বেশ।।
ভুলের মোহে পড়ে থেকে,
কষ্ট নিয়ে বুকে,
যন্ত্রনাতে ছটফটিয়ে
শ্বাসটা যায় বুঝি ছুঁটে ।।
ভুল করে যে আমি আবার
পড়ি তোমার প্রেমে,
বিজাত বলে আমায় তুমি
দূর করে দাও দূরে।।
খোদার এ দুনিয়াতে
সব মানুষই এক,
এক হাওয়া আর আদম মাঝেই ,
জন্ম লুকিয়ে থাক ।
ক’দিনের এ দুনিয়াতে,
ক’দিনই বা রবো ,
ভুল শুধরিয়ে নিয়ে চলো,
জীবন করি শুরু।।
+++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা- ০৩/০৩/২০২০।
+++++++++++
ভুলে ভরা জীবন আমার,
ভুলেই যে হয় শেষ,
ভুল সংশোধন করে নিলে,
হতোই কতটা বেশ।।
ভুলের মোহে পড়ে থেকে,
কষ্ট নিয়ে বুকে,
যন্ত্রনাতে ছটফটিয়ে
শ্বাসটা যায় বুঝি ছুঁটে ।।
ভুল করে যে আমি আবার
পড়ি তোমার প্রেমে,
বিজাত বলে আমায় তুমি
দূর করে দাও দূরে।।
খোদার এ দুনিয়াতে
সব মানুষই এক,
এক হাওয়া আর আদম মাঝেই ,
জন্ম লুকিয়ে থাক ।
ক’দিনের এ দুনিয়াতে,
ক’দিনই বা রবো ,
ভুল শুধরিয়ে নিয়ে চলো,
জীবন করি শুরু।।
+++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা- ০৩/০৩/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ০৬/০৩/২০২০ভুল আর সত্যের মাঝে জীরনকে পাওয়াই আমাদের লাভ।কবিকে ধন্যবাদ।
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০৬/০৩/২০২০ধন্যবাদ আমার কবি বন্ধুদের, যারা সবসময়ই আমার পাশে আছেন তাদের মূল্যবান সময় ও মন্তব্য দিয়ে উৎসাহের মাধ্যমে।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৫/০৩/২০২০দারুন
-
ফয়জুল মহী ০৫/০৩/২০২০ভালো লাগলো । ভালো থাকুন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০৩/২০২০অপূর্ব
-
ইয়াকুব আহসান ০৪/০৩/২০২০অসাধারণ ছন্দমালা
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৪/০৩/২০২০হুম ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৩/২০২০ভালো ভাবনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৩/২০২০ভালো