।।। ভালবাসার দেউলিয়া।।।
।।। ভালবাসার দেউলিয়া।।।
+++++++++++++++++++.
ভালবেসে দেউলিয়া হয়েছি,
বুকের উপর সেঁটে দিয়েছি
দেউলিয়াত্বের সাইন বোর্ড,
বিশ্বাস করে ঠকেছি বলেই
অবিশ্বাসের মোড়কে আবৃত
হয়েছে আপাদমস্তক ।
পেয়ালার পর পেয়ালা
যন্ত্রণার আকন্ঠ সুরা পান করেছি,
প্রতিনিয়ত বিষক্রিয়ায়
নীলাম্বরী রঙে রাঙিয়েছি হৃদয় পরাকাষ্ঠ ।
অন্তরের ভিতর পুড়ে
কখন যে কাঠ কয়লা হয়েছে টেরও পাইনি।
হৃদয়ের নরম মাটি রক্তস্নাত হয়েছে বারবার,
সবুজ ঘাসের ডগায় রক্ত লেগে,
হয়েছে এক একটি রক্ত জবা।
তাইতো এখন আর ভালবাসাতে পারিনা ,
নিজেকেও ভালবাসতে ভয় হয়।
যে নারী আমায় ভালবেসে আমার হাত ধরেছিল,
নর্দমার আবর্জনার ভিতর থেকে
খুঁজে পেয়েছিল একটি অন্তঃসার শূন্য
মানুষকে, ভালবাসায় ভালবাসায় সিক্ত করে
ধৌত করতে চেয়েছিল
আমার অতীত ইতিহাস,
পাথুরে বন্ধুর মাটিতে
বহু চেষ্টাতেও ফোঁটাতে পারিনি ভালবাসার ফুল,
আমার চোখে চোখ রেখে
তার ভালবাসা খুঁজেছে এ যাবৎ কাল,
প্রতিনিয়ত প্রবঞ্চনা আর লাঞ্ছনার গীত শুনতে শুনতে
সেও আজ ক্লান্ত, বিধ্বস্ত,
তাকে ক্ষত বিক্ষত করেছে,
আমার নিস্তব্ধতা,
সেও আজ আমারই মত
একজন ভালবাসার দেউলিয়া ।।
+++++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ২৯/০২/২০২০।
+++++++++++++++++++.
ভালবেসে দেউলিয়া হয়েছি,
বুকের উপর সেঁটে দিয়েছি
দেউলিয়াত্বের সাইন বোর্ড,
বিশ্বাস করে ঠকেছি বলেই
অবিশ্বাসের মোড়কে আবৃত
হয়েছে আপাদমস্তক ।
পেয়ালার পর পেয়ালা
যন্ত্রণার আকন্ঠ সুরা পান করেছি,
প্রতিনিয়ত বিষক্রিয়ায়
নীলাম্বরী রঙে রাঙিয়েছি হৃদয় পরাকাষ্ঠ ।
অন্তরের ভিতর পুড়ে
কখন যে কাঠ কয়লা হয়েছে টেরও পাইনি।
হৃদয়ের নরম মাটি রক্তস্নাত হয়েছে বারবার,
সবুজ ঘাসের ডগায় রক্ত লেগে,
হয়েছে এক একটি রক্ত জবা।
তাইতো এখন আর ভালবাসাতে পারিনা ,
নিজেকেও ভালবাসতে ভয় হয়।
যে নারী আমায় ভালবেসে আমার হাত ধরেছিল,
নর্দমার আবর্জনার ভিতর থেকে
খুঁজে পেয়েছিল একটি অন্তঃসার শূন্য
মানুষকে, ভালবাসায় ভালবাসায় সিক্ত করে
ধৌত করতে চেয়েছিল
আমার অতীত ইতিহাস,
পাথুরে বন্ধুর মাটিতে
বহু চেষ্টাতেও ফোঁটাতে পারিনি ভালবাসার ফুল,
আমার চোখে চোখ রেখে
তার ভালবাসা খুঁজেছে এ যাবৎ কাল,
প্রতিনিয়ত প্রবঞ্চনা আর লাঞ্ছনার গীত শুনতে শুনতে
সেও আজ ক্লান্ত, বিধ্বস্ত,
তাকে ক্ষত বিক্ষত করেছে,
আমার নিস্তব্ধতা,
সেও আজ আমারই মত
একজন ভালবাসার দেউলিয়া ।।
+++++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ২৯/০২/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৩/২০২০বেশ তো!
-
ইয়াকুব আহসান ২৯/০২/২০২০বাহ দারুন তো!
-
ফয়জুল মহী ২৯/০২/২০২০এক রাশ মুগ্ধতা ।
-
আলমগীর সরকার লিটন ২৯/০২/২০২০ভালবাসলে দেউলিয়াবান হওয়া যায়
চমৎকার কবি দা------------