।।। জন্মদিন।।।
।।। জন্মদিন।।।
++++++++++++
আজ থেকে
আর নয় কোন জন্মদিনের
ফুলের শুভেচ্ছা,
নয় কোন টু-ইটারে বার্তা প্রেরণ, নয় কোন কেক কাটার আয়োজন আবার,
হৈ চৈ নয়, নয় কোন হট্টগোল ।
রং বে রঙের কাগজ, ফেস্টুন আর বেলুনে সাজবে না কোন ঘর, বিল্ডিং কিংবা গলিপথ ।
হবে না কোন আলোক সজ্জা আর দেখা মিলবে না আতশ বাজির হরেক রকমের বাহারি ফুলকি,
আজ আসবে না কোন নিমন্ত্রিত অতিথিবৃন্দ, থাকবে না হাতে তাদের কোন দামী সাদৃশ্য উপঢৌকন বা ফুলের তোড়া।
হবে না নামি দামি আর রকমারি খাবারের কোন আধিপত্য ডাইনিং টেবিলে। নয় কোন প্রিয়জনের সান্নিধ্যে ক্যান্ডেল লাইট ডিনার।
আর কোন জন্মদিন
উদযাপন নয়, মোম বাতি জ্বালিয়ে কিংবা হাতে তালি দিয়ে হবে না কোন জাঁকজমক অনুষ্ঠানের প্রচার।
প্রতিটা জন্মদিনের সূচনা লগ্নে
বেদনা বিধূর আর মলিন মাখা চেহারায় হিসাব কষো, মিলাবার চেষ্টা করো, দেখো মিলাতে পারো কিনা হারিয়ে যাওয়া বছরের দিনপঞ্জির পাতা।
-----------------.
নিরব নির্বাসন
ঢাকা- ১২ সেপ্টেম্বর,২০১৯।
++++++++++++
আজ থেকে
আর নয় কোন জন্মদিনের
ফুলের শুভেচ্ছা,
নয় কোন টু-ইটারে বার্তা প্রেরণ, নয় কোন কেক কাটার আয়োজন আবার,
হৈ চৈ নয়, নয় কোন হট্টগোল ।
রং বে রঙের কাগজ, ফেস্টুন আর বেলুনে সাজবে না কোন ঘর, বিল্ডিং কিংবা গলিপথ ।
হবে না কোন আলোক সজ্জা আর দেখা মিলবে না আতশ বাজির হরেক রকমের বাহারি ফুলকি,
আজ আসবে না কোন নিমন্ত্রিত অতিথিবৃন্দ, থাকবে না হাতে তাদের কোন দামী সাদৃশ্য উপঢৌকন বা ফুলের তোড়া।
হবে না নামি দামি আর রকমারি খাবারের কোন আধিপত্য ডাইনিং টেবিলে। নয় কোন প্রিয়জনের সান্নিধ্যে ক্যান্ডেল লাইট ডিনার।
আর কোন জন্মদিন
উদযাপন নয়, মোম বাতি জ্বালিয়ে কিংবা হাতে তালি দিয়ে হবে না কোন জাঁকজমক অনুষ্ঠানের প্রচার।
প্রতিটা জন্মদিনের সূচনা লগ্নে
বেদনা বিধূর আর মলিন মাখা চেহারায় হিসাব কষো, মিলাবার চেষ্টা করো, দেখো মিলাতে পারো কিনা হারিয়ে যাওয়া বছরের দিনপঞ্জির পাতা।
-----------------.
নিরব নির্বাসন
ঢাকা- ১২ সেপ্টেম্বর,২০১৯।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৯/০২/২০২০বেশ ভাবনাময় প্রকাশ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০২/২০২০গ্রেট নিউজ
-
ফয়জুল মহী ২৮/০২/২০২০ভালোই ।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৮/০২/২০২০ভালো