।।। মানুষের আড়ালে অমানুষ।।।
।।। মানুষের আড়ালে অমানুষ।।।
++++++++++++++++++++.
কি যায় আসে
কে খবর নিলো আর না নিলো,
কে তাকালো বা না তাকালো,
কে স্মিত হেসে পাশে বসলো ,
কি না বসলো।।
কে তোমার কষ্টের সাথী হলো,
কি না হলো,
কে তোমার অনুভূতি কে
একটু ছুঁয়ে দিলো , বা না দিলো,
কে তোমার চোখে চোখ রেখে,
তোমাকে ভরসা দিলো কি না দিলো,
কে তোমার কানে কানে ,
ভালবাসার কথা বললো কি না বললো,
কে তোমাকে আবেশে জড়িয়ে রাখলো,
কি না রাখলো,
কে তোমাকে সত্যি অর্থে
বুঝলো কি না বুঝলো,
সেজন্য,
মন খারাপ ই বা কেন ?
তোমার নিজের কাছেই তো তোমার
নিজেরই খবর নেই,
তবে প্রত্যাশা কেন এত, অন্যের কাছে ।।
স্বার্থ ছাড়া খবর নিতে চায় না
কেউ আজকাল,
মেকি ব্যস্ততা নিয়ে ব্যস্ত সদাই,
মানুষের গুরুত্ব কমতে থাকলে,
কেউই খবর রাখে না তার।
তবে কি আমাদের ভাল মানুষের
আড়ালে অমানুষেরই বসবাস?
+++++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ২৭/০২/২০২০।
++++++++++++++++++++.
কি যায় আসে
কে খবর নিলো আর না নিলো,
কে তাকালো বা না তাকালো,
কে স্মিত হেসে পাশে বসলো ,
কি না বসলো।।
কে তোমার কষ্টের সাথী হলো,
কি না হলো,
কে তোমার অনুভূতি কে
একটু ছুঁয়ে দিলো , বা না দিলো,
কে তোমার চোখে চোখ রেখে,
তোমাকে ভরসা দিলো কি না দিলো,
কে তোমার কানে কানে ,
ভালবাসার কথা বললো কি না বললো,
কে তোমাকে আবেশে জড়িয়ে রাখলো,
কি না রাখলো,
কে তোমাকে সত্যি অর্থে
বুঝলো কি না বুঝলো,
সেজন্য,
মন খারাপ ই বা কেন ?
তোমার নিজের কাছেই তো তোমার
নিজেরই খবর নেই,
তবে প্রত্যাশা কেন এত, অন্যের কাছে ।।
স্বার্থ ছাড়া খবর নিতে চায় না
কেউ আজকাল,
মেকি ব্যস্ততা নিয়ে ব্যস্ত সদাই,
মানুষের গুরুত্ব কমতে থাকলে,
কেউই খবর রাখে না তার।
তবে কি আমাদের ভাল মানুষের
আড়ালে অমানুষেরই বসবাস?
+++++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ২৭/০২/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৮/০২/২০২০ধন্যবাদ!
-
ফয়জুল মহী ২৮/০২/২০২০মনোহর লেখা
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৮/০২/২০২০অনন্য কাব্য ।