।।। খুঁজি না।।।
।।। খুঁজি না।।।
++++++++++++++.
এখন আর সুখ খুঁজি না আমি,
সুখের জলে নাইতে জানি না যে,
না জানা লোকের সমস্যা অনেক,
দাঁদরা তালের নৃত্য করে,
কাহারবা তেই শেষ ।।
সুখীর চোখ লালসায় হয় পোয়াতি ,
প্রাপ্তির উন্মাদনায় ঠিকরে পড়ে দ্যুতি,
প্রাপ্যতা যখন মুল কান্ডারি হয়,
ন্যায় অন্যায়ের বিচার বিবেচনা
চিরকালই গৌণ রয় ।।
++++++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ২৫.২.২০২০।
++++++++++++++.
এখন আর সুখ খুঁজি না আমি,
সুখের জলে নাইতে জানি না যে,
না জানা লোকের সমস্যা অনেক,
দাঁদরা তালের নৃত্য করে,
কাহারবা তেই শেষ ।।
সুখীর চোখ লালসায় হয় পোয়াতি ,
প্রাপ্তির উন্মাদনায় ঠিকরে পড়ে দ্যুতি,
প্রাপ্যতা যখন মুল কান্ডারি হয়,
ন্যায় অন্যায়ের বিচার বিবেচনা
চিরকালই গৌণ রয় ।।
++++++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ২৫.২.২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৮/০২/২০২০শামীনুল ভাই, আপনার মোবাইল নম্বর দেন। কবিদের একটা গ্রুপ করবো, যেখানে আমরা সবাই সবার সাথে যোগাযোগ করবো,আলোচনা করবো লেখা নিয়ে, যেখানে আদন প্রদান হবে, াামাদের সুবিধা অসুবিধা,চিন্তা চেতনার।
-
শামীনুল হক হীরা ২৬/০২/২০২০অসাধারন,,ভাল লেগেছে,,
-
আলমগীর সরকার লিটন ২৬/০২/২০২০চমৎকার
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৫/০২/২০২০ভালো..
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০২/২০২০চমৎকার
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০২/২০২০ভালো।
-
ফয়জুল মহী ২৫/০২/২০২০অপূর্ব শব্দশৈলি