।।। ইচ্ছের মৃত্যু।।।
।।। ইচ্ছের মৃত্যু।।।
+++++++++++++++.
ইচ্ছে গুলো মরে গেছে,
বিবর্ণ রঙ ধারণ করে,
ধূসর কালো রঙের মাঝে,
ইচ্ছে গুলো মরে থাকে।
ইটের নিচে চাপা পড়া,
ঘাসের মত ইচ্ছে গুলো,
ফ্যাকাশে হলুদ বর্ণ হয়ে ,
যত্রতত্র পড়ে থাকে ।।
ইচ্ছে গুলো মাঝে সাঝে
রঙিন ডানায় ভর করে সব,
পাখির মত উড়তে থাকে,
রৌদ্র তাপে ঝলসে গিয়ে,
মাটির উপর ছিটকে পড়ে।
ইচ্ছে গুলো ঘুড়ি হয়ে,
নীল আকাশে ভাসতে থাকে,
ঘুড়ির মত প্যাঁচ খেলে তা,
ভোঁ ক্যাট্টা হয়ে যায় হারিয়ে।
ইচ্ছে গুলো মরে গেছে,
অনিচ্ছার সব যন্ত্রনাতে,
জীবন বুঝি যায় চলে যায়,
মন খারাপের বিষাদ নিয়ে।।
+++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ২৩/০২/২০২০।
+++++++++++++++.
ইচ্ছে গুলো মরে গেছে,
বিবর্ণ রঙ ধারণ করে,
ধূসর কালো রঙের মাঝে,
ইচ্ছে গুলো মরে থাকে।
ইটের নিচে চাপা পড়া,
ঘাসের মত ইচ্ছে গুলো,
ফ্যাকাশে হলুদ বর্ণ হয়ে ,
যত্রতত্র পড়ে থাকে ।।
ইচ্ছে গুলো মাঝে সাঝে
রঙিন ডানায় ভর করে সব,
পাখির মত উড়তে থাকে,
রৌদ্র তাপে ঝলসে গিয়ে,
মাটির উপর ছিটকে পড়ে।
ইচ্ছে গুলো ঘুড়ি হয়ে,
নীল আকাশে ভাসতে থাকে,
ঘুড়ির মত প্যাঁচ খেলে তা,
ভোঁ ক্যাট্টা হয়ে যায় হারিয়ে।
ইচ্ছে গুলো মরে গেছে,
অনিচ্ছার সব যন্ত্রনাতে,
জীবন বুঝি যায় চলে যায়,
মন খারাপের বিষাদ নিয়ে।।
+++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ২৩/০২/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৫/০২/২০২০ধন্যবাদ আমার সকল কবি বন্ধুদের। এভাবেই সাহস যোগাবেন, যেন লিখে যেতে পারি যতদিন বেঁচে আছি এ ধরণী পর।
-
বিশ্বামিত্র ২৪/০২/২০২০ইচ্ছাগুলো জীবনের শত্রু নয়, দোসর।কবিকে ধন্যবাদ।
-
হাফেজ আহমেদ ২৪/০২/২০২০সকল ইচ্ছে পূরণ হবার নয়। কিছু কিছু ইচ্ছে পূরণ হয়। তবে ইচ্ছের মৃত্যুতে আমাদের মনের মরণ হয়। পড়ে ভালো লাগলো। আমি এই ব্লগে এইমাত্র যোগ দিলাম।
চমৎকার লিখেছেন। শুভকামনা সতত। -
মোহন দাস (বিষাক্ত কবি) ২৩/০২/২০২০ভালো
-
ফয়জুল মহী ২৩/০২/২০২০অনন্যসাধারণ লিখনী। শুভেচ্ছা সতত।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০২/২০২০ভালো।
-
আলমগীর সরকার লিটন ২৩/০২/২০২০বেশ ছন্দময়