।।। মহা সত্য ।।।
।।। মহা সত্য ।।।
+++++++++++++
জানি তুমি আছো
আশে পাশে, হয়তো একটু দূরে,
নয়তো কোন নিকটবর্তী অজ্ঞাত স্থানে,
তুমি প্রতিনিয়ত আসো রৌদ্রোজ্জ্বল দিনের মেঠো
কিংবা শহুরে পথ মাড়িয়ে , নয়তো পাথুরে
বন্ধুর পথ পেরিয়ে, প্রশস্ত বা চোরা
গলির পথ ধরে,
কখনও ব্যস্তময় বা নিস্তব্ধ নিরালা পথে।।
তুমি আসো আষাঢ় শ্রাবনের তুমুল
বর্ষণ মুখর দিনে, বিজলি আর বজ্রের
মুহুর্মুহু কানফাটা আর্তনাদের ভিতর দিয়ে
নির্ভীক নিস্তব্ধ পদ শব্দে,
তুমি আসো সূর্যোদয় দেখা সাগর সৈকতের
মানুষের মাঝে, বা সূর্যাস্তের শেষ বিকেলের
অপূর্ব শোভিত দৃষ্টি নন্দন আভার অবগাহনে
ব্যস্ত জন মিছিলে,
তুমি আসো পূর্ণ পূর্ণিমা রাতে,
যখন জোছনা স্নানে
লুটোপুটি করে পৃথিবীর সব প্রাণ, পাহাড় পর্বত,
ঝর্ণা, নদী, সাগর, বনভূমি, খাল বিল আরও
কত কি ।
তুমি আসো অমাবস্যার রাতে,
ঘুটঘুটে অন্ধকারের ভিতর,লোকচক্ষুর আড়ালে,
তুমি আসো অবলীলায় দরিদ্র কুটিরে,
রাজার প্রাসাদে, বস্তি,ফুটপাত, মসজিদ,
মন্দির, গির্জা কোথায় নয়।
তুমি আসো তোমারই সময়ে, যখন তখন
আলিঙ্গন করো, যাকে তোমার পছন্দ হয়।
তোমার কাছে কোন বিবেচ্য নয়, হতে পারেনা,
কে কোন
ধর্মের গোত্রের কালো সাদা,উঁচু নিচু,
সুশ্রী, কু-শ্রী ।
তোমার আসা যাওয়া চলে
পৃথিবীর লোকালয়ে অতি সংগোপনে,
বুঝতেও পারে না কেউ, বুঝবেই বা
কেমন করে,
তুমি তো আর কেহ নও,
তুমি তো একমাত্র মহা সত্য “মৃত্যু”।।।
...............
নিরব নির্বাসন।
ঢাকা – ১৯/০২/২০২০।
+++++++++++++
জানি তুমি আছো
আশে পাশে, হয়তো একটু দূরে,
নয়তো কোন নিকটবর্তী অজ্ঞাত স্থানে,
তুমি প্রতিনিয়ত আসো রৌদ্রোজ্জ্বল দিনের মেঠো
কিংবা শহুরে পথ মাড়িয়ে , নয়তো পাথুরে
বন্ধুর পথ পেরিয়ে, প্রশস্ত বা চোরা
গলির পথ ধরে,
কখনও ব্যস্তময় বা নিস্তব্ধ নিরালা পথে।।
তুমি আসো আষাঢ় শ্রাবনের তুমুল
বর্ষণ মুখর দিনে, বিজলি আর বজ্রের
মুহুর্মুহু কানফাটা আর্তনাদের ভিতর দিয়ে
নির্ভীক নিস্তব্ধ পদ শব্দে,
তুমি আসো সূর্যোদয় দেখা সাগর সৈকতের
মানুষের মাঝে, বা সূর্যাস্তের শেষ বিকেলের
অপূর্ব শোভিত দৃষ্টি নন্দন আভার অবগাহনে
ব্যস্ত জন মিছিলে,
তুমি আসো পূর্ণ পূর্ণিমা রাতে,
যখন জোছনা স্নানে
লুটোপুটি করে পৃথিবীর সব প্রাণ, পাহাড় পর্বত,
ঝর্ণা, নদী, সাগর, বনভূমি, খাল বিল আরও
কত কি ।
তুমি আসো অমাবস্যার রাতে,
ঘুটঘুটে অন্ধকারের ভিতর,লোকচক্ষুর আড়ালে,
তুমি আসো অবলীলায় দরিদ্র কুটিরে,
রাজার প্রাসাদে, বস্তি,ফুটপাত, মসজিদ,
মন্দির, গির্জা কোথায় নয়।
তুমি আসো তোমারই সময়ে, যখন তখন
আলিঙ্গন করো, যাকে তোমার পছন্দ হয়।
তোমার কাছে কোন বিবেচ্য নয়, হতে পারেনা,
কে কোন
ধর্মের গোত্রের কালো সাদা,উঁচু নিচু,
সুশ্রী, কু-শ্রী ।
তোমার আসা যাওয়া চলে
পৃথিবীর লোকালয়ে অতি সংগোপনে,
বুঝতেও পারে না কেউ, বুঝবেই বা
কেমন করে,
তুমি তো আর কেহ নও,
তুমি তো একমাত্র মহা সত্য “মৃত্যু”।।।
...............
নিরব নির্বাসন।
ঢাকা – ১৯/০২/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২০/০২/২০২০ধন্যবাদ আমার সকল কবি বন্ধুদের। এভাবেই পাশে থাকবেন, উৎসাহিত করবেন, ভুল ত্রুটি ধরিয়ে দিবেন, যাতে করে সুন্দর কবিতা সৃষ্টি হয়।
-
সাইয়িদ রফিকুল হক ২০/০২/২০২০ভালোলাগা রইলো।
-
আনাস খান ২০/০২/২০২০চমৎকার কাব্যশৈলী ও শব্দের গাঁথুনি। অনন্য সুন্দর কবিতা। সুপ্রিয় কবিকে একরাশ শুভেচ্ছা রইল।
-
ফয়জুল মহী ২০/০২/২০২০চমৎকার ও অনবদ্য
ভালো লাগলো । -
মোহন দাস (বিষাক্ত কবি) ২০/০২/২০২০খুবি ভালো
-
আলমগীর সরকার লিটন ২০/০২/২০২০চমৎকার এক ভাবনার প্রকাশ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০২/২০২০গ্রেট