।।। জীবন বাতি।।।
।।। জীবন বাতি।।।
------------.
দিন তো রঙিন – ই হয় প্রতিদিন,
রাতও আসে অমলিন বেশে আঙিনায়,
ঘোর কি কাটবে এ জগতের?
সময় তো হাতে নেই একদম,
প্রস্থানের নিরব আয়োজন,
ভ্রুপক্ষেপ নেই কারও,
নিভু নিভু জ্বলছে প্রদীপখানি,
অপেক্ষায় থাকি, হঠাৎ দমকা হাওয়ায়
কখন নিস্তব্দ হয়, জীবনের বাতি।।
.-------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ১৫/০২/২০২০।
------------.
দিন তো রঙিন – ই হয় প্রতিদিন,
রাতও আসে অমলিন বেশে আঙিনায়,
ঘোর কি কাটবে এ জগতের?
সময় তো হাতে নেই একদম,
প্রস্থানের নিরব আয়োজন,
ভ্রুপক্ষেপ নেই কারও,
নিভু নিভু জ্বলছে প্রদীপখানি,
অপেক্ষায় থাকি, হঠাৎ দমকা হাওয়ায়
কখন নিস্তব্দ হয়, জীবনের বাতি।।
.-------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ১৫/০২/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৫/০২/২০২০বেশ ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০২/২০২০সত্য কথন।
-
শাহীন রহমান (রুদ্র) ১৫/০২/২০২০সুন্দর লিখেছ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০২/২০২০ভাল