।।। বসন্ত আর বিশ্ব ভালবাসার সন্ধিক্ষণ ।।।
।।। বসন্ত আর বিশ্ব ভালবাসার সন্ধিক্ষণ ।।।
+++++++++++++
সেজেছে প্রকৃতি আবার নতুন সাজে
বসন্তের এই খুশি র প্রারম্ভে,
জীর্ণ জরা গাছের বক্ষে,
দুলিছে কচি সবুজ পাতা।
প্রাণ মিলেছে গাছের হৃদয়ে,
তাইতো
শাখার পাতার ফাঁকে,
শিমুল, পলাশ, জারুল, চাঁপার
বসেছে আজ রঙের মেলা।
কোকিলের কুহু তানে
বিবাগী মনটা থাকেনা ঘরে,
বারংবার আজ হচ্ছে উতলা।
বইয়ের মেলা, টি এস সি তে,
চারুকলা বা রমনা মুলে,
যুগোল বন্দী প্রেমিক কুলের,
লাল আর বাসন্তী সাঁজে,
ক্লান্তিহীন চলাফেরা।
কথা তো সবাই দিচ্ছে আজই,
হাত ছাড়বে না জীবন বাজি,
অলক্ষ্যে সব শ্রুতির গাঁথা,
করছে হৃদয় ধারণ।
সময়ের সাথে পাল্লা দিয়ে,
জীবনের এক অন্ধ গলিতে ,
হাতড়ে হয়তো বেড়াবে কেহ
প্রেম নদীর কিনারা।
আজ এ এমন স্বরণ দিনে,
বসন্ত আর বিশ্ব ভালবাসার সন্ধিক্ষণে,
কবি তোমাদের জানায় সহস্র সালাম ।
++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ১৪/০২/২০২০।
+++++++++++++
সেজেছে প্রকৃতি আবার নতুন সাজে
বসন্তের এই খুশি র প্রারম্ভে,
জীর্ণ জরা গাছের বক্ষে,
দুলিছে কচি সবুজ পাতা।
প্রাণ মিলেছে গাছের হৃদয়ে,
তাইতো
শাখার পাতার ফাঁকে,
শিমুল, পলাশ, জারুল, চাঁপার
বসেছে আজ রঙের মেলা।
কোকিলের কুহু তানে
বিবাগী মনটা থাকেনা ঘরে,
বারংবার আজ হচ্ছে উতলা।
বইয়ের মেলা, টি এস সি তে,
চারুকলা বা রমনা মুলে,
যুগোল বন্দী প্রেমিক কুলের,
লাল আর বাসন্তী সাঁজে,
ক্লান্তিহীন চলাফেরা।
কথা তো সবাই দিচ্ছে আজই,
হাত ছাড়বে না জীবন বাজি,
অলক্ষ্যে সব শ্রুতির গাঁথা,
করছে হৃদয় ধারণ।
সময়ের সাথে পাল্লা দিয়ে,
জীবনের এক অন্ধ গলিতে ,
হাতড়ে হয়তো বেড়াবে কেহ
প্রেম নদীর কিনারা।
আজ এ এমন স্বরণ দিনে,
বসন্ত আর বিশ্ব ভালবাসার সন্ধিক্ষণে,
কবি তোমাদের জানায় সহস্র সালাম ।
++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ১৪/০২/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি আরাফাত হোসেন ১৫/০২/২০২০দারুণ লেখনী প্রিয় কবি! পাঠে মুগ্ধ হলাম ।
-
ফয়জুল মহী ১৪/০২/২০২০ফাগুনের পুষ্পময় শুভেচ্ছা I
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৪/০২/২০২০ভালো