।।। ২১ শের বই মেলা।।।
।।। ২১ শের বই মেলা।।।
.----------------------------------
অপেক্ষা করবো আগামী ২১ শের
বইমেলা পর্যন্ত, যদি ইশ্বর দেহে রাখে প্রাণ।
তুমি আর আমি মিলে
আবারও বইয়ের এক স্টল থেকে
অন্য স্টল হাঁটবো, ঘ্রাণ নেবো
নতুন বইয়ের পাতার,
তন্ন তন্ন করে খুঁজবো মেলার
প্রতিটি স্টল, দেখবো নতুন নতুন প্রচ্ছদের
মোড়কে আটকানো নতুন পুরাতন লেখক,
কবি, সাহিত্যিকের বইয়ের মিলন মেলা।
কোন এক কবিতার বইয়ের পাতা ওল্টাতে
ওল্টাতে, অসাবধানতায় আমার হাতের
আঙুল যতি স্পর্শ করে তোমার হাতকে,
যদি চোখাচোখি হয়ে যায় আমাদের,
নিরবে দেখে নিও আমার চোখের তাঁরায়
তোমার জন্য জমে থাকা এক অব্যক্ত
ভালবাসা।
এবারও একটা সাদা কালো শাড়ির সাথে
কালো একটা বড় টিপ পড়বে তুমি,
অসম্ভব সুন্দর দেখতে লাগে তোমাকে,
এমন সাজে সচারাচর দেখা হয়না যদিও,
মাথার চুলগুলোকে ঘাড় অবধি ছেড়ে রেখো,
ফাগুনের আগমনী বাতাসে অল্প অল্প করে
চুল গুলো উড়বে যখন তোমার,
কি এক মায়াবী মূর্তির প্রতিচ্ছবি
তোমার অবয়ব জুড়ে।
মেলার ভিড়ের ভেতর ধীর স্থির পায়ে
পাশাপাশি দুজনে হেঁটে চলে যাবো জন সমুদ্রমাঝে,
মনের অজান্তে তুমি আমার হাত ধরবে,
র্নিবিঘ্নে পার হয়ে যাবো জন সমুদ্রের স্রোত,
চঞ্চল চোখে এদিক ওদিক তাকিয়ে
খুঁজে ফিরবো আমাদের প্রকাশনী গুলো।
কোন এক টি স্টলে দাঁড়িয়ে
দুজনে দু কাপ চা নেবো,
গরম চায়ের কাপে একটু একটু ফুঁ দিয়ে
গরম তরলটুকু গলাধঃকরণ করবো দুজনে,
এরই মাঝে তুমি চোরা চাহনিতে আমাকে
দেখবে অপলকে, ঠোঁটের কোণে থাকবে
এক টুকরো স্মিত হাসি।
মেলা শেষে দুজনে রিক্সা করে
ফিরবো ঘরে, ছোট রিক্সার পরিসরে,
পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে বসবো দুজনে,
বসন্ত হাওয়ায় তোমার শরীরের পারফিউম
এর গন্ধ নাকে এসে ধরা দেবে,
মহুয়ার বনে এসে মহুয়ার গন্ধে যেমন
মাতাল হয় পথিক, আমিও মাতাল
হবো তোমার শরীরের গন্ধ মেখে।
মনে রেখো, আবারও দেখা হবে
তোমার সাথে আমার আগামী
২১ শের বই মেলাতে।।
.-------------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ১০/০২/২০২০।
.----------------------------------
অপেক্ষা করবো আগামী ২১ শের
বইমেলা পর্যন্ত, যদি ইশ্বর দেহে রাখে প্রাণ।
তুমি আর আমি মিলে
আবারও বইয়ের এক স্টল থেকে
অন্য স্টল হাঁটবো, ঘ্রাণ নেবো
নতুন বইয়ের পাতার,
তন্ন তন্ন করে খুঁজবো মেলার
প্রতিটি স্টল, দেখবো নতুন নতুন প্রচ্ছদের
মোড়কে আটকানো নতুন পুরাতন লেখক,
কবি, সাহিত্যিকের বইয়ের মিলন মেলা।
কোন এক কবিতার বইয়ের পাতা ওল্টাতে
ওল্টাতে, অসাবধানতায় আমার হাতের
আঙুল যতি স্পর্শ করে তোমার হাতকে,
যদি চোখাচোখি হয়ে যায় আমাদের,
নিরবে দেখে নিও আমার চোখের তাঁরায়
তোমার জন্য জমে থাকা এক অব্যক্ত
ভালবাসা।
এবারও একটা সাদা কালো শাড়ির সাথে
কালো একটা বড় টিপ পড়বে তুমি,
অসম্ভব সুন্দর দেখতে লাগে তোমাকে,
এমন সাজে সচারাচর দেখা হয়না যদিও,
মাথার চুলগুলোকে ঘাড় অবধি ছেড়ে রেখো,
ফাগুনের আগমনী বাতাসে অল্প অল্প করে
চুল গুলো উড়বে যখন তোমার,
কি এক মায়াবী মূর্তির প্রতিচ্ছবি
তোমার অবয়ব জুড়ে।
মেলার ভিড়ের ভেতর ধীর স্থির পায়ে
পাশাপাশি দুজনে হেঁটে চলে যাবো জন সমুদ্রমাঝে,
মনের অজান্তে তুমি আমার হাত ধরবে,
র্নিবিঘ্নে পার হয়ে যাবো জন সমুদ্রের স্রোত,
চঞ্চল চোখে এদিক ওদিক তাকিয়ে
খুঁজে ফিরবো আমাদের প্রকাশনী গুলো।
কোন এক টি স্টলে দাঁড়িয়ে
দুজনে দু কাপ চা নেবো,
গরম চায়ের কাপে একটু একটু ফুঁ দিয়ে
গরম তরলটুকু গলাধঃকরণ করবো দুজনে,
এরই মাঝে তুমি চোরা চাহনিতে আমাকে
দেখবে অপলকে, ঠোঁটের কোণে থাকবে
এক টুকরো স্মিত হাসি।
মেলা শেষে দুজনে রিক্সা করে
ফিরবো ঘরে, ছোট রিক্সার পরিসরে,
পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে বসবো দুজনে,
বসন্ত হাওয়ায় তোমার শরীরের পারফিউম
এর গন্ধ নাকে এসে ধরা দেবে,
মহুয়ার বনে এসে মহুয়ার গন্ধে যেমন
মাতাল হয় পথিক, আমিও মাতাল
হবো তোমার শরীরের গন্ধ মেখে।
মনে রেখো, আবারও দেখা হবে
তোমার সাথে আমার আগামী
২১ শের বই মেলাতে।।
.-------------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ১০/০২/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ১১/০২/২০২০বেশ অনুভূতি
-
ফয়জুল মহী ১১/০২/২০২০, মনোমুগ্ধকর উপস্থাপন,