।।। সময় ।।।
।।। সময় ।।।
--------------------------------.
সময় কতটুকু আছে হাতে আর?
কে জানে তা,
কে বা তার খবর রাখে
হাজারও কাজের ফাঁকে,
সময়কে কেউ দেখে না,
কিন্ত সময় অনেক কিছুই দেখে।
দিন রাত আসা যাওয়ার মাঝেই তো
খসে পড়ে একটি দিনের ছবি।
জীবন পঞ্জিকার একটি পাতা
আপনা আপনি উল্টে যায়,
সবারই অলক্ষ্যে।
ব্যস্ত সবাই, ছুটছে সবাই,
সময় কই, সময়ের হিসাব রাখার,
সময় তো চলে
সময়েরই সাধারন নিয়মে।
শুধু পিছনে রয়ে যায়,
কিছু সুখ আর
অনেক ব্যাথার গীতি নাট্য।।
----------------------------------.
নিরব নির্বাসন।
ঢাকা – ০৬/০২/২০২০।
--------------------------------.
সময় কতটুকু আছে হাতে আর?
কে জানে তা,
কে বা তার খবর রাখে
হাজারও কাজের ফাঁকে,
সময়কে কেউ দেখে না,
কিন্ত সময় অনেক কিছুই দেখে।
দিন রাত আসা যাওয়ার মাঝেই তো
খসে পড়ে একটি দিনের ছবি।
জীবন পঞ্জিকার একটি পাতা
আপনা আপনি উল্টে যায়,
সবারই অলক্ষ্যে।
ব্যস্ত সবাই, ছুটছে সবাই,
সময় কই, সময়ের হিসাব রাখার,
সময় তো চলে
সময়েরই সাধারন নিয়মে।
শুধু পিছনে রয়ে যায়,
কিছু সুখ আর
অনেক ব্যাথার গীতি নাট্য।।
----------------------------------.
নিরব নির্বাসন।
ঢাকা – ০৬/০২/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আরাফাত বিন হাসান ০৯/০২/২০২০জীবনমুখী কবিতা!
-
আলমগীর সরকার লিটন ০৮/০২/২০২০বেশ ভাবনাময়
-
ফয়জুল মহী ০৭/০২/২০২০পরিপাটি লেখা । বেশ I
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৭/০২/২০২০অনেক অনেক সুন্দর ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০২/২০২০সময় মূল্যবান