।।। বসন্ত বেলা।।।
।।। বসন্ত বেলা।।।
-----------------------------.
আয়ুষ্কাল ক্রমে শেষ হচ্ছে শীতের,
আর কটা দিন ই - বাকি,
এখনও যতটুকু হিমেল হাওয়া,
আর ঠান্ডার লম্ফঝম্প
তাও শেষ হবে অতি শীঘ্রি ।।
বসন্তে প্রকৃতি খুলে দেবে তার
দখিনা দুয়ার খানা,
সে দুয়ার দিয়েই বয়ে যাবে
ফাগুনের এক পশলা হাওয়া ।।
পাতা ঝরা গাছের শাখা
ফের জাগবে নতুন প্রাণে,
গাছে গাছে ভরবে আবার
পলাশ আর শিমুল ফুলে।
শীতের খোলস ছিঁড়ে ফেলে
হাসবে চারিধার ফুলে ফলে,
রক্ত রঙে জ্যোতি ঝরাবে
কৃষ্ণ আর রাধাচূড়ার দলে।।
কোকিলের মূহুমূহু কুহু তানে,
কচিপাতায় আলোর নাচনে
বাঙালীর মনে লাগবে দোলা।
সব কুসংস্কারক পেছনে ফেলে,
রাগ অভিমান, বিভেদ ভুলে,
নতুন কিছুর নতুন প্রত্যয়ে,
বার্তা আসবে এ বসন্ত বেলায়।।
....................
নিরব নির্বাসন।
ঢাকা- ০৫/০২/২০২০।
-----------------------------.
আয়ুষ্কাল ক্রমে শেষ হচ্ছে শীতের,
আর কটা দিন ই - বাকি,
এখনও যতটুকু হিমেল হাওয়া,
আর ঠান্ডার লম্ফঝম্প
তাও শেষ হবে অতি শীঘ্রি ।।
বসন্তে প্রকৃতি খুলে দেবে তার
দখিনা দুয়ার খানা,
সে দুয়ার দিয়েই বয়ে যাবে
ফাগুনের এক পশলা হাওয়া ।।
পাতা ঝরা গাছের শাখা
ফের জাগবে নতুন প্রাণে,
গাছে গাছে ভরবে আবার
পলাশ আর শিমুল ফুলে।
শীতের খোলস ছিঁড়ে ফেলে
হাসবে চারিধার ফুলে ফলে,
রক্ত রঙে জ্যোতি ঝরাবে
কৃষ্ণ আর রাধাচূড়ার দলে।।
কোকিলের মূহুমূহু কুহু তানে,
কচিপাতায় আলোর নাচনে
বাঙালীর মনে লাগবে দোলা।
সব কুসংস্কারক পেছনে ফেলে,
রাগ অভিমান, বিভেদ ভুলে,
নতুন কিছুর নতুন প্রত্যয়ে,
বার্তা আসবে এ বসন্ত বেলায়।।
....................
নিরব নির্বাসন।
ঢাকা- ০৫/০২/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৬/০২/২০২০অনবদ্য রচনা
-
ফয়জুল মহী ০৬/০২/২০২০সুন্দর , সাবলীল লেখনী।
-
আলমগীর সরকার লিটন ০৬/০২/২০২০চমৎকার
-
পি পি আলী আকবর ০৬/০২/২০২০সুন্দর