।।। অপাংক্তেয় আমি।।।
।।। অপাংক্তেয় আমি।।।
-------------------------------.
কেউ তো নেই আজ, কোথাও কেউ নেই,
যে ভেঙ্গে চুরে ভালবাসবে আমায়,
সত্যিই কেউ নেই আজ,
যে ভালবাসায় কানায় কানায়
ভরিয়ে দেবে খালি হৃদয় খানা।
সবই তো অন্তঃসার শূন্য,
ভালবাসার মিথ্যা রূপকথায় ঠাঁসা ।
আত্মবিশ্বাস নিয়ে কেউ বলবে না
আমি তো তোমার, শুধু তোমারই,
কাউকে পাওয়া হয়নি আপন করে,
যে দৃঢ় চিত্তে বলবে,
এই তো তোমার হাত ধরলাম,
তোমার আত্নার সাথে আত্না
মিলিয়ে এক আত্না হলাম,
আসুক না ঝড় ঝাপটা,
করুক না বিভেদ জাত পাতের,
দেখি কিভাবে আলাদা করে
তোমা থেকে আমায় আজ।
সবাই তো ভালবাসে কিছু নিদিষ্ট
ছকে, কিছু নিদিষ্ট সূত্রে,
কিছু সুনির্দিষ্ট প্রত্যাশায়।
আমারই জানা নেই কিছু,
শুধু পাগলের মত ভালবাসতে জানি বলেই
আজ অপাংক্তেয় আমি ।
-------------------------.
নিরব নির্বাসন।
ঢাকা – ০৩/০২/২০২০।
-------------------------------.
কেউ তো নেই আজ, কোথাও কেউ নেই,
যে ভেঙ্গে চুরে ভালবাসবে আমায়,
সত্যিই কেউ নেই আজ,
যে ভালবাসায় কানায় কানায়
ভরিয়ে দেবে খালি হৃদয় খানা।
সবই তো অন্তঃসার শূন্য,
ভালবাসার মিথ্যা রূপকথায় ঠাঁসা ।
আত্মবিশ্বাস নিয়ে কেউ বলবে না
আমি তো তোমার, শুধু তোমারই,
কাউকে পাওয়া হয়নি আপন করে,
যে দৃঢ় চিত্তে বলবে,
এই তো তোমার হাত ধরলাম,
তোমার আত্নার সাথে আত্না
মিলিয়ে এক আত্না হলাম,
আসুক না ঝড় ঝাপটা,
করুক না বিভেদ জাত পাতের,
দেখি কিভাবে আলাদা করে
তোমা থেকে আমায় আজ।
সবাই তো ভালবাসে কিছু নিদিষ্ট
ছকে, কিছু নিদিষ্ট সূত্রে,
কিছু সুনির্দিষ্ট প্রত্যাশায়।
আমারই জানা নেই কিছু,
শুধু পাগলের মত ভালবাসতে জানি বলেই
আজ অপাংক্তেয় আমি ।
-------------------------.
নিরব নির্বাসন।
ঢাকা – ০৩/০২/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০২/২০২০ভালো লাগলো।
-
পি পি আলী আকবর ০৩/০২/২০২০ভালো
-
সোয়েব আহমেদ ০৩/০২/২০২০Valo likhoni
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৩/০২/২০২০খুব ভালো