।।। অশরীরী ছায়া।।।
।।। অশরীরী ছায়া।।।
----------------------------
তোমার আমার মাঝে দূরত্ব আজ
যোজন যোজন দূরে রয়েছি দুজনে,
আমি হেথায় তুমি হোথায়,
মাঝে আছে শত সহস্র মাইলেরই ব্যবধানে ।
কাছে আসার পথ যে হারিয়েছি পথেরই মাঝে,
মুহুয়ার গন্ধে মাতাল ছিলাম এযাবত কাল,
হৃদয় চেনে নি হৃদয়কে স্পষ্ট অবয়বে।
মিথ্যাচারের সাথে সত্যের লুটোপুটি ,
হৃদয় বসনখানি আজ ধুলায় গড়াগড়ি ,
রাখতে পারিনি তোমায় হৃদয় গহিনে,
অশরীরী ছায়ারা আজ বিভক্ত করে,
দুজনের মনের দেওয়ালে।
-------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ২৮/০১/২০২০।
----------------------------
তোমার আমার মাঝে দূরত্ব আজ
যোজন যোজন দূরে রয়েছি দুজনে,
আমি হেথায় তুমি হোথায়,
মাঝে আছে শত সহস্র মাইলেরই ব্যবধানে ।
কাছে আসার পথ যে হারিয়েছি পথেরই মাঝে,
মুহুয়ার গন্ধে মাতাল ছিলাম এযাবত কাল,
হৃদয় চেনে নি হৃদয়কে স্পষ্ট অবয়বে।
মিথ্যাচারের সাথে সত্যের লুটোপুটি ,
হৃদয় বসনখানি আজ ধুলায় গড়াগড়ি ,
রাখতে পারিনি তোমায় হৃদয় গহিনে,
অশরীরী ছায়ারা আজ বিভক্ত করে,
দুজনের মনের দেওয়ালে।
-------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ২৮/০১/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০১/২০২০বেশ অনুভূতির কথামালা।
-
ফয়জুল মহী ২৯/০১/২০২০ভাষা, বর্ণ ও বাক্য গঠন সবই চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০১/২০২০দারুণ উপলব্ধি
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৮/০১/২০২০সুন্দর