।।। ভালবাসার ঋন ।।।
।।। ভালবাসার ঋন ।।।
---------------------------.
আদৌ, কেউ, কখনও, ভালবাসেনি,
বোঝেনি মনের দৈন্যতা,
হৃদয়ের শূন্যতা যেন বহমান
একাকী নদী,
নিঃসঙ্গতার কি এক আত্মনাদ,
অপ্রকাশিত কষ্টে হৃদপিণ্ডের মুখে
নীলাভ আভা,
নিজ স্বার্থে ভালবাসার রং মেখে,
সঙ সেজে, ঢং করে কেহ,।
বুকের চোরা গলি পথের ভেতর,
উঁকি ঝুঁকি দেয়নি কেউ কখনও ,
হৃদয় জমিন ভালবাসায় সিক্ত হয়নি আজও ,
শক্ত পাথুরে মাটিতে কি আর
ভালবাসার ফুল ফোটে বলো ?
দুরন্ত মন নিয়ে লুকোচুরি খেলছে সবাই,
ভালবাসবে বলে এ কোন উপহাস আবার?
শুধু তুমিই পারোনি অবজ্ঞা আর অবহেলায়
রাখতে আমার এ হৃদয়খানা,
পঙ্কিলতার মাঝ থেকে তুলে এনে
দিয়েছিলে হৃদয়ে ঠাঁই, শক্ত করে ধরেছিলে
হাত দুখানা।
উজার করে ভালবেসেছো, কানায় কানায়
পূন্য করেছো, পরিতৃপ্তির আবেশে আষ্টেপৃষ্ঠে
বেঁধেছো আমায়,
আজ আমি ঋনী হলাম তোমারই কাছে
তোমারই নিঃস্বার্থ ভালবাসায়।
-------------------------.
নিরব নির্বাসন।
ঢাকা – ২৪/০১/২০২০।
---------------------------.
আদৌ, কেউ, কখনও, ভালবাসেনি,
বোঝেনি মনের দৈন্যতা,
হৃদয়ের শূন্যতা যেন বহমান
একাকী নদী,
নিঃসঙ্গতার কি এক আত্মনাদ,
অপ্রকাশিত কষ্টে হৃদপিণ্ডের মুখে
নীলাভ আভা,
নিজ স্বার্থে ভালবাসার রং মেখে,
সঙ সেজে, ঢং করে কেহ,।
বুকের চোরা গলি পথের ভেতর,
উঁকি ঝুঁকি দেয়নি কেউ কখনও ,
হৃদয় জমিন ভালবাসায় সিক্ত হয়নি আজও ,
শক্ত পাথুরে মাটিতে কি আর
ভালবাসার ফুল ফোটে বলো ?
দুরন্ত মন নিয়ে লুকোচুরি খেলছে সবাই,
ভালবাসবে বলে এ কোন উপহাস আবার?
শুধু তুমিই পারোনি অবজ্ঞা আর অবহেলায়
রাখতে আমার এ হৃদয়খানা,
পঙ্কিলতার মাঝ থেকে তুলে এনে
দিয়েছিলে হৃদয়ে ঠাঁই, শক্ত করে ধরেছিলে
হাত দুখানা।
উজার করে ভালবেসেছো, কানায় কানায়
পূন্য করেছো, পরিতৃপ্তির আবেশে আষ্টেপৃষ্ঠে
বেঁধেছো আমায়,
আজ আমি ঋনী হলাম তোমারই কাছে
তোমারই নিঃস্বার্থ ভালবাসায়।
-------------------------.
নিরব নির্বাসন।
ঢাকা – ২৪/০১/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৪/০১/২০২০অসাধারন
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০১/২০২০ভালো।
-
ফয়জুল মহী ২৪/০১/২০২০সুন্দর লেখনী ভালো লাগলো ।