।।। ভালবাসার দুস্প্রাপ্যতা ।।।
।।। ভালবাসার দুস্প্রাপ্যতা ।।।
---------------.
ভালবাসার কোন জাত থাকেনা,
থাকেনা কোন কূল ,
মিথ্যা ভালবাসা হয় ধোঁয়াশা,
সত্যি টা তো পাওয়াই দুস্কর।
চোখের উইন্ডশীল্ডে শিশির কণার ঝাঁপটা,
বাঁধ ভাঙ্গা শ্রাবনের প্লাবনে
বুকের গিরি খাঁদে জ্বলোচ্ছাস ।
মনের বিশ্বাস
আগুনে পুড়ে কাঠ কয়লায় রূপান্তর,
পারফিউম এর কড়া গন্ধ তোমার,
রুখতে পারেনি মনের দুর্গন্ধকেও,
সত্য মিথ্যার দোদুল্যমানতায়,
কোথায় পাবো সত্য সুন্দর
এক টুকরো ভালবাসা?
কে আনবে খুঁজে তাকে,
কোন অজানা অন্তরীণ হতে,
বোঝেনি অবুঝ মন,
শোনেনি নিষেধ বারন,
প্রতারিত বারংবার,
ভুল বোঝাবুঝির অবসাদে
নিদ্রা হীন রাত্রি পার ।।
++++++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ২১/০১/২০২০।
---------------.
ভালবাসার কোন জাত থাকেনা,
থাকেনা কোন কূল ,
মিথ্যা ভালবাসা হয় ধোঁয়াশা,
সত্যি টা তো পাওয়াই দুস্কর।
চোখের উইন্ডশীল্ডে শিশির কণার ঝাঁপটা,
বাঁধ ভাঙ্গা শ্রাবনের প্লাবনে
বুকের গিরি খাঁদে জ্বলোচ্ছাস ।
মনের বিশ্বাস
আগুনে পুড়ে কাঠ কয়লায় রূপান্তর,
পারফিউম এর কড়া গন্ধ তোমার,
রুখতে পারেনি মনের দুর্গন্ধকেও,
সত্য মিথ্যার দোদুল্যমানতায়,
কোথায় পাবো সত্য সুন্দর
এক টুকরো ভালবাসা?
কে আনবে খুঁজে তাকে,
কোন অজানা অন্তরীণ হতে,
বোঝেনি অবুঝ মন,
শোনেনি নিষেধ বারন,
প্রতারিত বারংবার,
ভুল বোঝাবুঝির অবসাদে
নিদ্রা হীন রাত্রি পার ।।
++++++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ২১/০১/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২২/০১/২০২০ভালো হয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ২২/০১/২০২০বেশ হয়েছে।
-
ফয়জুল মহী ২২/০১/২০২০ভালো লেখা, মন পুলকিত I