।।। সুন্দর মন।।।
।।। সুন্দর মন।।।
+++++++++++++++
জনম জনম ধরে পথে প্রান্তর ঘুরে,
খুঁজে ফিরি সুন্দর একটি মন।
সন্ধান মেলেনি আজো,
হয়তো পাবোনা খুঁজে তাকে
কভু - এ ধরণীর পর।
এ জগতে কত মানুষেরই তো বসবাস,
প্রতিদিন জন্মে আরও কত শত,
কত জাতের, কত ধর্মের,
কত গোত্রের, কত মতের,
কত বর্ণের, কত চরিত্রের,
কত রংঙের, ঢংঙের ,
মানুষের চলাচল ।
তবুও জীবন খোঁজে
প্রতিদিন, প্রতিমুহুর্তে এক
সুন্দর মন।
দুস্প্রাপ্যতার তিমির অতলেই
নির্বাসিত থাকে মন,
এযেন এ সময়কার
খুঁজে ফেরা কোন বিজ্ঞানীর,
ডাইনোসারের অন্বেষণ ।
-------------.
নিরব নির্বাসন।
ঢাকা – ১৯/০১/২০২০।
+++++++++++++++
জনম জনম ধরে পথে প্রান্তর ঘুরে,
খুঁজে ফিরি সুন্দর একটি মন।
সন্ধান মেলেনি আজো,
হয়তো পাবোনা খুঁজে তাকে
কভু - এ ধরণীর পর।
এ জগতে কত মানুষেরই তো বসবাস,
প্রতিদিন জন্মে আরও কত শত,
কত জাতের, কত ধর্মের,
কত গোত্রের, কত মতের,
কত বর্ণের, কত চরিত্রের,
কত রংঙের, ঢংঙের ,
মানুষের চলাচল ।
তবুও জীবন খোঁজে
প্রতিদিন, প্রতিমুহুর্তে এক
সুন্দর মন।
দুস্প্রাপ্যতার তিমির অতলেই
নির্বাসিত থাকে মন,
এযেন এ সময়কার
খুঁজে ফেরা কোন বিজ্ঞানীর,
ডাইনোসারের অন্বেষণ ।
-------------.
নিরব নির্বাসন।
ঢাকা – ১৯/০১/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২১/০১/২০২০বেশ লাগলো।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২১/০১/২০২০খুব ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০১/২০২০সুন্দর কাব্য