www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। কষ্টের প্রতিপাদ্য।।।

।।। কষ্টের প্রতিপাদ্য।।।
+++++++++++++++++
মনের নিভৃতে, থাক না কষ্ট গুলো
থরে থরে সাজানো, যে যেমন আছে,
বুকের মাঝেই থাকনা ।
ঘুমন্ত কষ্টকে ডাকাডাকি করোনা ,
বরং কষ্টের উপর
মাটি চাপা দিয়ে রাখো ,
আর যেন না শুনি তাদের কোন
চিৎকার চেঁচামেচি।
যদি কষ্টের কবর ফুঁড়ে
কখনও ক্যাকটাস জন্মে, জন্মাক,
ও তো আগাছা নয়,
যেন কষ্টেরই প্রতিচ্ছবি ।
মনে রেখো
কষ্টরা সুখের মত এত নিচ নয় ,
প্রতারিত করে না কাউকে,
হঠাৎ এক জীবন থেকে
যায় নাকো অন্যের জীবনে চলে,
অতি একান্ত হয়ে মিশে থাকে
বুকেরই তলদেশে।।
+++++++++++++
নিরব নির্বাসন।
ঢাকা – ১৮/০১/২০২০।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast