।।। অজানা।।।
।।। অজানা ।।।।
---------------------------
অনেক অজানা,
তাই অজানার মাঝেই তো বসবাস,
যতই বাহাদুরি করে বলি না কেন
জানি সবই জানি,
তবুও আদ্য প্রান্ত সবই অজানা আজ।
কতটুকু জানি আমরা
এ জগত সংসার, আর ওপারের খবর,
অজ্ঞানতায় ঢাকা পড়ে থাকে
মনের চারিধার ।
অন্যের কথা শুনে গোল বাঁধাই
নিজের ভিতর
সবজান্তার বলয়ে বেঁধে রাখি নিজেকে।
সত্যের মুখোমুখি দাঁড়াতে কার্পণ্য নিজেদের,
ভয় হয় যদি থলের বিড়াল বের হয় নিরবে ।
মিথ্যার সাথে আমৃত্যু আপোস ,
অনিশ্চিত হয় জীবনের গতিপথ,
খর্ব হয় স্বাধীন চেতনার,
পদে পদে জঞ্জালে আটকে পড়ে দুচরন ।
তামাশা দেখার লোকের অভাব নেই এখানে,
অভাব নেই মিথ্যাচারী আর বিশ্বাসঘাতকের,
নিন্দুকেরা সর্বদাই সোচ্চার,
ব্যতিব্যস্ত থাকে পরিবার, সমাজ আর
জগত সংসারে অকল্যান কামনায়।
কুৎসার বিষবাষ্প ঢালে, এর ওর কর্ণ কুহরে,
সম্পর্ক গুলোর বন্ধন শীথিল হয়,
মুহুর্তে কেমন অচেনা হয়ে যায়,
সব কাছের মানুষ।
বিধ্বংসী চিন্তাভাবনা আর কুট কৌশলের
দাবার চালে কিস্তি মাত,
স্বপ্ন গুলো হোঁচট খায় বারংবার,
মুখ থুবড়ে পরে, তারপর নাক মুখ দিয়ে
ফিনকি দিয়ে রক্ত ঝরায়ে
স্বপ্ন টুটে যায়।
+++++++++++++
নিরব নির্বাসন।
ঢাকা – ১৭/০১/২০২০।
---------------------------
অনেক অজানা,
তাই অজানার মাঝেই তো বসবাস,
যতই বাহাদুরি করে বলি না কেন
জানি সবই জানি,
তবুও আদ্য প্রান্ত সবই অজানা আজ।
কতটুকু জানি আমরা
এ জগত সংসার, আর ওপারের খবর,
অজ্ঞানতায় ঢাকা পড়ে থাকে
মনের চারিধার ।
অন্যের কথা শুনে গোল বাঁধাই
নিজের ভিতর
সবজান্তার বলয়ে বেঁধে রাখি নিজেকে।
সত্যের মুখোমুখি দাঁড়াতে কার্পণ্য নিজেদের,
ভয় হয় যদি থলের বিড়াল বের হয় নিরবে ।
মিথ্যার সাথে আমৃত্যু আপোস ,
অনিশ্চিত হয় জীবনের গতিপথ,
খর্ব হয় স্বাধীন চেতনার,
পদে পদে জঞ্জালে আটকে পড়ে দুচরন ।
তামাশা দেখার লোকের অভাব নেই এখানে,
অভাব নেই মিথ্যাচারী আর বিশ্বাসঘাতকের,
নিন্দুকেরা সর্বদাই সোচ্চার,
ব্যতিব্যস্ত থাকে পরিবার, সমাজ আর
জগত সংসারে অকল্যান কামনায়।
কুৎসার বিষবাষ্প ঢালে, এর ওর কর্ণ কুহরে,
সম্পর্ক গুলোর বন্ধন শীথিল হয়,
মুহুর্তে কেমন অচেনা হয়ে যায়,
সব কাছের মানুষ।
বিধ্বংসী চিন্তাভাবনা আর কুট কৌশলের
দাবার চালে কিস্তি মাত,
স্বপ্ন গুলো হোঁচট খায় বারংবার,
মুখ থুবড়ে পরে, তারপর নাক মুখ দিয়ে
ফিনকি দিয়ে রক্ত ঝরায়ে
স্বপ্ন টুটে যায়।
+++++++++++++
নিরব নির্বাসন।
ঢাকা – ১৭/০১/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৭/০১/২০২০ভালো