।।। আপন আর পর।।।
।।। আপন আর পর।।।
+++++++++++++++++
জানো কি তুমি মন,
কত শত কষ্ট জ্বালা,দুঃখ বেদনা,
শত সহস্র গ্লানি ভৎসনা, অবজ্ঞা অবহেলা,
সহজেই ধারন করে এ বুকের পাঁজর।
দুর্দিনের জাঁতা কলে
জেনে যাবে অতি সহজে,
কে যে আপন কে যে তোমার পর।
সুদিনের বাতাস যবে,
পালে এসে ধরা দেবে,
চারি পাশে তখন দেখ চোখ বুলিয়ে,
পেয়ে যাবে অনেক তোমার,
আত্নীয় স্বজন বন্ধু বান্ধব
হিতৈষী জন।
তাই তো বলি মন
এ নশ্বর জীবনে চিনে নাও ,
কে বা আপন আর কে বা তোমার পর ।।
+++++++++++++++++++++.
নিরব নির্বাসন।
খুলনা – ১২/০১/২০২০।
+++++++++++++++++
জানো কি তুমি মন,
কত শত কষ্ট জ্বালা,দুঃখ বেদনা,
শত সহস্র গ্লানি ভৎসনা, অবজ্ঞা অবহেলা,
সহজেই ধারন করে এ বুকের পাঁজর।
দুর্দিনের জাঁতা কলে
জেনে যাবে অতি সহজে,
কে যে আপন কে যে তোমার পর।
সুদিনের বাতাস যবে,
পালে এসে ধরা দেবে,
চারি পাশে তখন দেখ চোখ বুলিয়ে,
পেয়ে যাবে অনেক তোমার,
আত্নীয় স্বজন বন্ধু বান্ধব
হিতৈষী জন।
তাই তো বলি মন
এ নশ্বর জীবনে চিনে নাও ,
কে বা আপন আর কে বা তোমার পর ।।
+++++++++++++++++++++.
নিরব নির্বাসন।
খুলনা – ১২/০১/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০১/২০২০ভালো লাগলো।
-
রেজাউল ইসলাম ১৩/০১/২০২০অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/০১/২০২০অনবদ্য উপস্থাপনা
-
পি পি আলী আকবর ১২/০১/২০২০সুন্দর