।।।।।। নষ্ট দেশ নষ্ট পৃথিবী।।।
।।।। নষ্ট দেশ নষ্ট পৃথিবী।।।
+++++++++++++.
অসহ্য এ ইট কাঠের নগরী,
বসবাস অযোগ্য এ পৃথিবী ,
চারিদিকে শুধু মিথ্যার রকমারি ।
মানুষ তো হারিয়ে ফেলছে
মনুষ্য গুনের স্বাভাবিক গুণাবলী,
তাইতো সর্বত্র বিরাজমান
হিংসা, বিদ্বেষ আর হানাহানি,
যুদ্ধ, বিগ্রহ আর দাসত্বের কারসাজি।
ক্ষমতা আর ঠুনকো নাম
কামানোর ধান্ধামী,
কুক্ষিগত আর অন্যের সম্পদ হরণ,
পরচর্চা আর পরনিন্দায় জর্জরিত অন্তর,
নিরীহের উপর সবলের শক্তিমত্তার দাপট,
জাত পাত, ছোট বড়, বিচার বিশ্লেষন,
শ্রেনী বৈষম্য আর শ্রেনী বিভাজনে
সমাজ সংসারে আজ অশনিপাত।
ধার্মিকতার লেবাসে অধার্মিক আচরণ,
মূর্খ জনগনের সীমাহীন দূর্ভোগ ।
ভুলে যাই কত সহজে ,
স্থায়িত্ব নেই যেখানে আমাদের এ পৃথিবীর পর,
কেন সেখানে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য
এতই হম্বিতম্বি , আর সোরগোল?
কেন এত অরাজকতা?
নিজেকে জাহির করার কতই না দাম্ভিকতা,
নিজেরই কুকর্ম গুলো দিয়ে
নিজেরই মহিয়াণ গীত রচনা,
মুখে নূরানি চেহারার আড়ালে
কলুষিত মন,
সাধু রুপে শয়তানের সাথে সখ্যতা ।
স্মিত হেঁসে বন্ধুত্ব প্রতীম সেজে,
মিষ্টি কথায় মনভুলিয়ে পিঠেই
ছুরির আঘাত।
নিয়মের আড়ালে অনিয়মের আঁখড়া,
মুখে কথার ফুলঝুড়ি চোখে ধংসের উন্মাদনা,
অসত্যের পূর্ণগ্রাসের অন্তরালে পৃথিবী।
মানব কল্যান ভুলুন্ঠিত, মানবাধিকার
নিক্ষিপ্ত আঁস্তাকুড়ে,
হায়রে নষ্ট দেশ, হায়রে নষ্ট পৃথিবী।
++++++++++++++++++++
নিরব নির্বাসন।
ঢাকা – ০৯/০১/২০২০।
+++++++++++++.
অসহ্য এ ইট কাঠের নগরী,
বসবাস অযোগ্য এ পৃথিবী ,
চারিদিকে শুধু মিথ্যার রকমারি ।
মানুষ তো হারিয়ে ফেলছে
মনুষ্য গুনের স্বাভাবিক গুণাবলী,
তাইতো সর্বত্র বিরাজমান
হিংসা, বিদ্বেষ আর হানাহানি,
যুদ্ধ, বিগ্রহ আর দাসত্বের কারসাজি।
ক্ষমতা আর ঠুনকো নাম
কামানোর ধান্ধামী,
কুক্ষিগত আর অন্যের সম্পদ হরণ,
পরচর্চা আর পরনিন্দায় জর্জরিত অন্তর,
নিরীহের উপর সবলের শক্তিমত্তার দাপট,
জাত পাত, ছোট বড়, বিচার বিশ্লেষন,
শ্রেনী বৈষম্য আর শ্রেনী বিভাজনে
সমাজ সংসারে আজ অশনিপাত।
ধার্মিকতার লেবাসে অধার্মিক আচরণ,
মূর্খ জনগনের সীমাহীন দূর্ভোগ ।
ভুলে যাই কত সহজে ,
স্থায়িত্ব নেই যেখানে আমাদের এ পৃথিবীর পর,
কেন সেখানে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য
এতই হম্বিতম্বি , আর সোরগোল?
কেন এত অরাজকতা?
নিজেকে জাহির করার কতই না দাম্ভিকতা,
নিজেরই কুকর্ম গুলো দিয়ে
নিজেরই মহিয়াণ গীত রচনা,
মুখে নূরানি চেহারার আড়ালে
কলুষিত মন,
সাধু রুপে শয়তানের সাথে সখ্যতা ।
স্মিত হেঁসে বন্ধুত্ব প্রতীম সেজে,
মিষ্টি কথায় মনভুলিয়ে পিঠেই
ছুরির আঘাত।
নিয়মের আড়ালে অনিয়মের আঁখড়া,
মুখে কথার ফুলঝুড়ি চোখে ধংসের উন্মাদনা,
অসত্যের পূর্ণগ্রাসের অন্তরালে পৃথিবী।
মানব কল্যান ভুলুন্ঠিত, মানবাধিকার
নিক্ষিপ্ত আঁস্তাকুড়ে,
হায়রে নষ্ট দেশ, হায়রে নষ্ট পৃথিবী।
++++++++++++++++++++
নিরব নির্বাসন।
ঢাকা – ০৯/০১/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ১১/০১/২০২০শহরের বাস্তবতা তুলে ধরেছেন, ভাল লাগলো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০১/২০২০বাস্তব জ্ঞান
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০১/২০২০ভালো।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৯/০১/২০২০দারুন একটি রচনা । খুব ই ভালো লাগলো ।