।।। বাবা।।।
।।। বাবা।।।
++++++++++++++++
বাবা মানে নিঃস্বার্থ ভালোবাসা
আর সন্তানের নিরাপদ ঠিকানা।
মন্দ হোক আর ভালো হোক
বাবা তো বাবাই,
বাবার তো তুলনা হবে না কখনই
এ দুনিয়ায়।
বাবা হচ্ছে সন্তানের জন্য বিশাল আকাশ,
যে আকাশে সন্তানেরা খেলা করে পরম যত্নে।
বাবা হচ্ছে,
সন্তানের যাবতীয় শখ পূরণের অঙীকার,
বাবা সন্তানের মাথার মুকুট,
তাই তো তাকে ছাড়া এ পৃথিবী অচল ।।
বাবা হচ্ছে,
সন্তানের পরম বন্ধু,
বাবা মানে বিশালতা ,
বাবা মানে নির্ভরতা,
বাবা মানে নিঃস্বার্থ ভালোবাসার নিরাপদ ঠিকানা।
বাবা হচ্ছে,
স্নেহ-ভালবাসার আঙিনা,
বাবা মানে দায়িত্বশীলতার শৃঙ্খলে বেঁধে,
সদাই সন্তানের জীবন,
নিরাপদ ও সুন্দর রাখার বাসনা।
বাবা হচ্ছে,
সন্তানের স্বনির্ভরতা,
সন্তানকে সম্পন্ন মানুষ করার স্বপ্ন-সাধক।
বাবা হচ্ছে,
সন্তানের জন্য এক সাহসী সৈনিক,
জীবন যুদ্ধে যে সর্বদাই অকুতোভয়।
বাবা হচ্ছে,
একজন পরিশ্রমী কর্মঠ শ্রমিক,
যে সন্তানের জন্য দিন রাত
চব্বিশ ঘন্টাই খাটতে চায়।
বাবা হচ্ছে,
সন্তানের কাঁধে অকৃত্রিম স্নেহের ছোঁয়া,
বাবা হচ্ছে,
সন্তানদের জন্য নিজ সুখ-আহ্লাদ
বিসর্জন দিয়ে পরিতৃপ্তি নিয়ে বাঁচে ,
বাবা মানে নির্ভরতার আকাশ
আর নিঃসীম নিরাপত্তার চাদর।
বাবা মানে,
সন্তানের প্রতি রাগ শাসন
আর রাশভারী চেহারার আবডালে
একটি কোমল হৃদয়।
বাবার তুলনা তিনি নিজেই,
বাবাহীন জীবন মানে,
ছোট্ট ডিঙ্গি নিয়ে উত্তাল সাগর পাড়ি দেয়ার
দুঃসাহসিক চেষ্টার নাম।
-----------------------------------------.
নিরব নির্বাসন।
ঢাকা- ০৪/০১/২০২০।
++++++++++++++++
বাবা মানে নিঃস্বার্থ ভালোবাসা
আর সন্তানের নিরাপদ ঠিকানা।
মন্দ হোক আর ভালো হোক
বাবা তো বাবাই,
বাবার তো তুলনা হবে না কখনই
এ দুনিয়ায়।
বাবা হচ্ছে সন্তানের জন্য বিশাল আকাশ,
যে আকাশে সন্তানেরা খেলা করে পরম যত্নে।
বাবা হচ্ছে,
সন্তানের যাবতীয় শখ পূরণের অঙীকার,
বাবা সন্তানের মাথার মুকুট,
তাই তো তাকে ছাড়া এ পৃথিবী অচল ।।
বাবা হচ্ছে,
সন্তানের পরম বন্ধু,
বাবা মানে বিশালতা ,
বাবা মানে নির্ভরতা,
বাবা মানে নিঃস্বার্থ ভালোবাসার নিরাপদ ঠিকানা।
বাবা হচ্ছে,
স্নেহ-ভালবাসার আঙিনা,
বাবা মানে দায়িত্বশীলতার শৃঙ্খলে বেঁধে,
সদাই সন্তানের জীবন,
নিরাপদ ও সুন্দর রাখার বাসনা।
বাবা হচ্ছে,
সন্তানের স্বনির্ভরতা,
সন্তানকে সম্পন্ন মানুষ করার স্বপ্ন-সাধক।
বাবা হচ্ছে,
সন্তানের জন্য এক সাহসী সৈনিক,
জীবন যুদ্ধে যে সর্বদাই অকুতোভয়।
বাবা হচ্ছে,
একজন পরিশ্রমী কর্মঠ শ্রমিক,
যে সন্তানের জন্য দিন রাত
চব্বিশ ঘন্টাই খাটতে চায়।
বাবা হচ্ছে,
সন্তানের কাঁধে অকৃত্রিম স্নেহের ছোঁয়া,
বাবা হচ্ছে,
সন্তানদের জন্য নিজ সুখ-আহ্লাদ
বিসর্জন দিয়ে পরিতৃপ্তি নিয়ে বাঁচে ,
বাবা মানে নির্ভরতার আকাশ
আর নিঃসীম নিরাপত্তার চাদর।
বাবা মানে,
সন্তানের প্রতি রাগ শাসন
আর রাশভারী চেহারার আবডালে
একটি কোমল হৃদয়।
বাবার তুলনা তিনি নিজেই,
বাবাহীন জীবন মানে,
ছোট্ট ডিঙ্গি নিয়ে উত্তাল সাগর পাড়ি দেয়ার
দুঃসাহসিক চেষ্টার নাম।
-----------------------------------------.
নিরব নির্বাসন।
ঢাকা- ০৪/০১/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০১/২০২০স্পেলবাউন্ড
-
সুনিল শুভ্র ০৪/০১/২০২০দারুন
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০১/২০২০সুন্দর কথামালা
-
ফয়জুল মহী ০৪/০১/২০২০মনোমুগ্ধকর l
পাঠে একরাশ মুগ্ধতা l