।।। শেষ ঠিকানা।।।
গুটি গুটি পায়ে হেঁটে চলে যায় সময়,
হিসেব কেউ কি রাখে তার?
সেকেন্ড, মিনিট ঘন্টা পেরিয়ে,
দিন পক্ষ মাস ঘুরে,
কখন যে বছর পেরিয়ে যায় ।।
নতুনকে বরণে ব্যস্ত সবে,
হৈ হুল্লোড় আর আতশ জ্বালিয়ে,
খবর তো নেই কারও,
জীবনের পথ ক্রমান্বয়ে মোদের,
যাচ্ছে যে ফুরিয়ে।।
একটু একটু করে ধীর লয় তালে
এগিয়ে যাচ্ছি মোরা সবে
খোদারই নির্ধারিত আবাসনের
শেষ ঠিকানায় ।। 😪
.-----------------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ০১/০১/২০২০।
হিসেব কেউ কি রাখে তার?
সেকেন্ড, মিনিট ঘন্টা পেরিয়ে,
দিন পক্ষ মাস ঘুরে,
কখন যে বছর পেরিয়ে যায় ।।
নতুনকে বরণে ব্যস্ত সবে,
হৈ হুল্লোড় আর আতশ জ্বালিয়ে,
খবর তো নেই কারও,
জীবনের পথ ক্রমান্বয়ে মোদের,
যাচ্ছে যে ফুরিয়ে।।
একটু একটু করে ধীর লয় তালে
এগিয়ে যাচ্ছি মোরা সবে
খোদারই নির্ধারিত আবাসনের
শেষ ঠিকানায় ।। 😪
.-----------------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ০১/০১/২০২০।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০১/০১/২০২০সুন্দর-ভাবনা।
-
আমীন রুহুল ০১/০১/২০২০বেশ লিখেছেন।