।।। ছিন্ন মুল।।।
ওগো শীত যাওনা চলে,
ফুট পাত ছেড়ে অট্টালিকা পরে,
অর্থ আর ক্ষমতার দম্ভে
যাদের শরীর এ শীতের দিনেও,
বিন্দু বিন্দু ঘর্ম জমে,
কপাল আর চুলের জুলফি ঘেষে
পড়ছে টপা টপ।
তাদের তোমার পরশ বুলাও,
যত্ন করে বুকে টেনে নাও,
গরম আর রক্তের প্রেসার কমাও,
নইলে তারা গরম ছুতায়,
ফের ছাড়বে যে এয়ার কুলার।।
আমরা হচ্ছি ছিন্ন মুল,
পাইনা খুঁজে জাত আর কুল,
কপাল দোষে থাকি আমরা -
এ বড় শহর পর।।
মাথা গোঁজার ঠাঁই নেই আমার,
তোমার ঠান্ডা কনকনে হাওয়ায়,
বুকে মোদের কফ জমে যায়,
চামড়া ফুঁড়ে বাতাস ঢুকে
কষ্ট ধরায় বুকের আঙিনায়।।
জানো না সাথে বুড়ো বুড়ী আছে,
কাঁপছে তারা ঠকঠকিয়ে,
কোথায় পাবো তাদের জন্য
একটি উষ্ণ ঘর।।
কোলের ছোট ছেলেটা মোর,
শ্বীর্নকায় নিজ মায়ের বুকে,
মুখ ঢুকিয়ে খুঁজে ফেরে
একটু গরম উত্তাপ ।।
ও শীত তুমি যাও না চলে
আমাদের এ ফুট পাত ছেড়ে
ঐ প্রাসাদ সম অট্টালিকার পর।।
.============
নিরব নির্বাসন।
ঢাকা – ২৭/১২/২০১৯।
ফুট পাত ছেড়ে অট্টালিকা পরে,
অর্থ আর ক্ষমতার দম্ভে
যাদের শরীর এ শীতের দিনেও,
বিন্দু বিন্দু ঘর্ম জমে,
কপাল আর চুলের জুলফি ঘেষে
পড়ছে টপা টপ।
তাদের তোমার পরশ বুলাও,
যত্ন করে বুকে টেনে নাও,
গরম আর রক্তের প্রেসার কমাও,
নইলে তারা গরম ছুতায়,
ফের ছাড়বে যে এয়ার কুলার।।
আমরা হচ্ছি ছিন্ন মুল,
পাইনা খুঁজে জাত আর কুল,
কপাল দোষে থাকি আমরা -
এ বড় শহর পর।।
মাথা গোঁজার ঠাঁই নেই আমার,
তোমার ঠান্ডা কনকনে হাওয়ায়,
বুকে মোদের কফ জমে যায়,
চামড়া ফুঁড়ে বাতাস ঢুকে
কষ্ট ধরায় বুকের আঙিনায়।।
জানো না সাথে বুড়ো বুড়ী আছে,
কাঁপছে তারা ঠকঠকিয়ে,
কোথায় পাবো তাদের জন্য
একটি উষ্ণ ঘর।।
কোলের ছোট ছেলেটা মোর,
শ্বীর্নকায় নিজ মায়ের বুকে,
মুখ ঢুকিয়ে খুঁজে ফেরে
একটু গরম উত্তাপ ।।
ও শীত তুমি যাও না চলে
আমাদের এ ফুট পাত ছেড়ে
ঐ প্রাসাদ সম অট্টালিকার পর।।
.============
নিরব নির্বাসন।
ঢাকা – ২৭/১২/২০১৯।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ২৯/১২/২০১৯দারুণ ভাবনা
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১২/২০১৯ছিন্নমূলের চিত্র।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/১২/২০১৯দারুণ চিত্র ফুটে উঠেছে
-
ফয়জুল মহী ২৮/১২/২০১৯অনিন্দ্য সুন্দর কথামালা ও চমৎকার উপস্থাপন।