।।। ছন্নছাড়া।।।
আকাশ কাঁদে আষাঢ় শ্রাবণে,
মন কাঁদে বারো মাস।
কালবৈশাখীর ভয়াল ছোবলে,
মনের ভিতর তাণ্ডব ত্রাস।
সারা জনম হাঁটলাম পথে
শেষ হয়ে গেল পথের বাঁক,
দেখা হয়নি তোমার সাথে,
উন্মাদনায় সর্বনাশ।
আকাশ পানে চেয়ে থেকে
শূন্যতায় খুঁজি তোমায়,
হয়তো আছো কোথাও তুমি
অন্তরীণ কারাবাস।
সুখের দিনের কল্পনাতে
ঝড়ে পড়ে অশ্রুজল,
কেউ নেই কো আজকে পাশে
সান্ত্বনায় রাখবে মাথায় হাত।
ভালোই হয়তো আছো তুমি
বৈভব আর অট্টালিকার সাথ
পেয়ে গেছো মনের মানুষ
আর ছেড়োনা তারই হাত।
আমি না হয় ছন্নছাড়া,
ছিন্ন হলো জীবণ তান,
যাযাবরের মতই হবে
এই জীবনের প্রস্থান।।।
=========.
নিরব নির্বাসন।
ঢাকা-২৬/৩/২০১৯।
মন কাঁদে বারো মাস।
কালবৈশাখীর ভয়াল ছোবলে,
মনের ভিতর তাণ্ডব ত্রাস।
সারা জনম হাঁটলাম পথে
শেষ হয়ে গেল পথের বাঁক,
দেখা হয়নি তোমার সাথে,
উন্মাদনায় সর্বনাশ।
আকাশ পানে চেয়ে থেকে
শূন্যতায় খুঁজি তোমায়,
হয়তো আছো কোথাও তুমি
অন্তরীণ কারাবাস।
সুখের দিনের কল্পনাতে
ঝড়ে পড়ে অশ্রুজল,
কেউ নেই কো আজকে পাশে
সান্ত্বনায় রাখবে মাথায় হাত।
ভালোই হয়তো আছো তুমি
বৈভব আর অট্টালিকার সাথ
পেয়ে গেছো মনের মানুষ
আর ছেড়োনা তারই হাত।
আমি না হয় ছন্নছাড়া,
ছিন্ন হলো জীবণ তান,
যাযাবরের মতই হবে
এই জীবনের প্রস্থান।।।
=========.
নিরব নির্বাসন।
ঢাকা-২৬/৩/২০১৯।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
sudipta chowdhury ২৭/১২/২০১৯Only love can change life of a person who don't care about his/ her life. It's very natural boy will be careless and girl will make his life loveable through her love.
-
মাসুমি ২৬/১২/২০১৯চরম বাস্তব ; দারুন !!
-
ফয়জুল মহী ২৬/১২/২০১৯সুনিপুণ লিখনশৈলি ।
-
পি পি আলী আকবর ২৬/১২/২০১৯সুন্দর
-
মোঃ বুলবুল হোসেন ২৫/১২/২০১৯সুন্দর