।।। মনুষ্য জীবন।।।
।।। মনুষ্য জীবন।।।
============
বাইরের অবয়ব বুড়িয়ে গেছে,
ভাঁজ পড়েছে শরীরের হেথায় সেথায়,
সুন্দর মুখোশ্রী তে এখন অনুজ্জ্বল রং,
শরীরের জোর কমছে প্রতিনিয়ত,,
ভিতরে কাঠামোতে ঘুণ ধরেছে,
ঘুণ পোকারা কেঁটে চলেছে ক্রমাগত।
হাঁটি হাঁটি পা পা করে এগিয়েছি সামনে,
পিছে রয়েছে শৈশব, কৈশোর আর যৌবন।
কেরোসিনের কুপির মত,
ধিক ধিক করে জ্বলছে জীবন প্রদীপ।
বেলা শেষে হিসাবের গড়মিল,
অর্জন আর বিসর্জনের বিস্তর ফাঁরাক ।
সবই তো চলে যায় একে একে,
গুছিয়ে নেয় জীবনকে,
আমার বলে আর কিছুই থাকে না হাতে।
এত লম্ফঝম্প, শক্তিমত্তা,
ক্ষমতা আর লালসায়,
সবই তো অর্থহীন জীবনের এ শেষ বেলায়।
দাম্ভিকতার দম্ভে অন্ধ দুচোখ,
সানি পড়া চোখে ফাঁরাক বোঝেনা
হীরা আর কাঁচের দূরত্ব,
যে টুকুই ছিল, তাও তো শূন্য হলো,
অবাধ্য মনের অবাধ্য আচরণে ।
মিছেই আফসোস, সম্পর্ক টিকে
থাকে মন কষাকষি আর অভিমানের
প্রলেস্তারে ।
মনের নিরাশা, দৈন্যতা, আর একাকিত্বে
অন্ধকারে,
অন্তর জ্বলে মোমের শিখার মত
নিঃশব্দে নিঃশেষিত হয়।
এটাই প্রাপ্তি এ মনুষ্য জীবনে।।
.-----------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ২৫/১২/২০১৯।
============
বাইরের অবয়ব বুড়িয়ে গেছে,
ভাঁজ পড়েছে শরীরের হেথায় সেথায়,
সুন্দর মুখোশ্রী তে এখন অনুজ্জ্বল রং,
শরীরের জোর কমছে প্রতিনিয়ত,,
ভিতরে কাঠামোতে ঘুণ ধরেছে,
ঘুণ পোকারা কেঁটে চলেছে ক্রমাগত।
হাঁটি হাঁটি পা পা করে এগিয়েছি সামনে,
পিছে রয়েছে শৈশব, কৈশোর আর যৌবন।
কেরোসিনের কুপির মত,
ধিক ধিক করে জ্বলছে জীবন প্রদীপ।
বেলা শেষে হিসাবের গড়মিল,
অর্জন আর বিসর্জনের বিস্তর ফাঁরাক ।
সবই তো চলে যায় একে একে,
গুছিয়ে নেয় জীবনকে,
আমার বলে আর কিছুই থাকে না হাতে।
এত লম্ফঝম্প, শক্তিমত্তা,
ক্ষমতা আর লালসায়,
সবই তো অর্থহীন জীবনের এ শেষ বেলায়।
দাম্ভিকতার দম্ভে অন্ধ দুচোখ,
সানি পড়া চোখে ফাঁরাক বোঝেনা
হীরা আর কাঁচের দূরত্ব,
যে টুকুই ছিল, তাও তো শূন্য হলো,
অবাধ্য মনের অবাধ্য আচরণে ।
মিছেই আফসোস, সম্পর্ক টিকে
থাকে মন কষাকষি আর অভিমানের
প্রলেস্তারে ।
মনের নিরাশা, দৈন্যতা, আর একাকিত্বে
অন্ধকারে,
অন্তর জ্বলে মোমের শিখার মত
নিঃশব্দে নিঃশেষিত হয়।
এটাই প্রাপ্তি এ মনুষ্য জীবনে।।
.-----------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ২৫/১২/২০১৯।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
sudipta chowdhury ২৬/১২/২০১৯Human life is very difficult and full of struggle to get anything of life but we human beings love to born in this earth to spend time with our close persons
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১২/২০১৯বেশ তো!
-
ফয়জুল মহী ২৫/১২/২০১৯অসাধারণ লিখেছেন
-
জসিম বিন ইদ্রিস ২৫/১২/২০১৯জীবনবোধের সুন্দর লেখনি...
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/১২/২০১৯বিউটিফুল
অসাম
নাইস