www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

।।। দেশ।।।

।।। দেশ।।।
.===============
লাল সবুজের পতাকার মাঝে
তোমায় দেখি বাংলাদেশ,
লক্ষ কোটি শহীদের রক্তে
রঞ্জিত তোমার বক্ষ দেশ।
লক্ষ মা বোনের ইজ্জতের খুনে,
রাঙানো তোমার পৃষ্ঠদেশ,
মুক্তি সেনার আত্নদানে
অর্জিত এ বাংলাদেশ।
আজ এ বিজয় দিনে,
স্বরন করি শ্রদ্ধা ভরে,
তোমাদের এ রক্তের ঋণ
শোধ করবো আমরা কেমন করে?
যে স্বপ্ন চোখে নিয়ে তোমরা
বিলিন হলে দেশের তরে,
সে স্বপ্ন কি আদৌ পূরণ হলো
দেখতে কি পাও দু নয়নে ?
দেশ পরাধীনতার গ্লানি থেকে
মুক্ত করলে দল বেঁধে,
নির্বোধ জাতি ফের বিভাজিত
স্বার্থের কাছে বিক্রি হয়ে।
স্বাধীনতার এত বছর পরেও,
সত্যি কি আমরা স্বাধীন হলাম?
নিজ জাতির লোকের কাছে
বিভাজনের নতুন সংগা পেলাম।
ধর্ম নিয়ে গোল ছড়িয়ে
উস্কে দিয়ে বিবাদ বাঁধায়,
জনগনের স্বস্তি কেড়ে ,
রক্ত প্লাবনে স্নান করায়।
তোমার সম্পদ কৌশলেতে,
লুটে নিয়ে যায় অন্য জনে,
ডেবিট ক্রেডিট গোলক ধাঁধায়
দেনার ফাঁকে আমরা সদাই।
ফাঁকা বুলি আওড়িয়ে সব,
জনগনের কল্যাণ করে,
কল্যাণ তো মরিচীকা,
নেতাই নিজের পকেট ভরে।
নৈতিকতার মেকাপ পরে,
অনৈতিকতার চাষাবাদ,
দলীয় প্রেম প্রীতিতে
জনগনের নাভিশ্বাস ।
স্বাধীন ভাবে বাঁচবো বলে
স্বাধীন দেশ দিয়ে গেলে,
সব স্বাধীনতা খর্ব হলো,
মুখোশ পরা নেতার ভিড়ে।
বীর সেনানি কোথায় আছো,
কে দেখাবে নতুন দিশা,
নতুন ভাবে লড়তে হবে,
অস্ত্র হাতে ধরতে হবে,
বিলুপ্ত প্রায় স্বাধীনতা
ফের ছিনিয়ে আনতে হবে।
ফিরে এসো ফিরে এসো
আবারও এ দেশের বুকে,
জন্মভূমির বুকের মাঝে
কষ্টরা সব দানা বাঁধে,
কোন কিছুই হচ্ছে না আজ
স্বপ্ন যা তোমরা দেখিয়ে ছিলে,
ভাঙ্গা মনের রথে চড়ে,
জনগনের স্বপ্ন টুঁটে ,
হাহাকার আর আহাজারিতে
বঙ্গ মায়ের বুক যে বাজে।।

.-------------
নিরব নির্বাসন।
ঢাকা – ১৬/১২/২০১৯।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৪৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast