।।। রাতের অন্ধকার ।।।
।।। রাতের অন্ধকার ।।।
.______________
আকাশের বুকে রাত নামলেই
ভয়ে জড়োসড়ো হয় মন,
রাত যতই গভীর হয়,
ততই যেন সংঙ্কীত হৃদয়ের চারিধার।
সংশয় দানা বাঁধে মনে,
এই বুঝি জীবনের কষ্টগুলো
একযোগে হামলে পড়বে হৃদপিণ্ডের পরাকাষ্ঠে।
দাপাদাপি করবে, মাতম করবে,
চিৎকার চেঁচামেচি করে, নিষ্ঠুর নৃত্য তালে
কাটাবে সারা রাত ভর।
মানুষের, কিছু কষ্টের আর গ্লানির থাকে
বিশাল থাবা, যতই রাত বাড়তে থাকে
হৃদয়ের উপর জেঁকে বসে,
বুকের ভিতর থেকে হাত বাড়িয়ে
শ্বাসনালী খামচে ধরে শ্বাসরুদ্ধ করতে চায়।
পৈশাচিক উন্মাদনায় ধ্বংসযজ্ঞ চালায়
বুকের ভিতর,
যন্ত্রনায় নীলাভো হয় মনের দেহখানি,
ক্লান্ত হয়, ব্যাথাতুর মন অসাড় হয়ে
তন্দ্রার কোলে ঢলে ।
নিজের অজান্তেই,
চোখের কার্নিশ বেয়ে কখন যেন
দুফোঁটা অশ্রু বালিশে গড়িয়ে পড়ে,
লোভী বালিশ মূহুর্তে চুষে নেয় লোনা জল।
প্রমাণ থাকে না হাতে,
শুধু চোখের কোলে কালশিটে
দাগ লেপে রয় ।
তাই তো রাতের অন্ধকারে
ভয় হয়,
যদি কষ্টগুলো আবার তাড়া করে।
.==========
নিরব নির্বাসন।
ঢাকা – ৯/১২/২০১৯।
.______________
আকাশের বুকে রাত নামলেই
ভয়ে জড়োসড়ো হয় মন,
রাত যতই গভীর হয়,
ততই যেন সংঙ্কীত হৃদয়ের চারিধার।
সংশয় দানা বাঁধে মনে,
এই বুঝি জীবনের কষ্টগুলো
একযোগে হামলে পড়বে হৃদপিণ্ডের পরাকাষ্ঠে।
দাপাদাপি করবে, মাতম করবে,
চিৎকার চেঁচামেচি করে, নিষ্ঠুর নৃত্য তালে
কাটাবে সারা রাত ভর।
মানুষের, কিছু কষ্টের আর গ্লানির থাকে
বিশাল থাবা, যতই রাত বাড়তে থাকে
হৃদয়ের উপর জেঁকে বসে,
বুকের ভিতর থেকে হাত বাড়িয়ে
শ্বাসনালী খামচে ধরে শ্বাসরুদ্ধ করতে চায়।
পৈশাচিক উন্মাদনায় ধ্বংসযজ্ঞ চালায়
বুকের ভিতর,
যন্ত্রনায় নীলাভো হয় মনের দেহখানি,
ক্লান্ত হয়, ব্যাথাতুর মন অসাড় হয়ে
তন্দ্রার কোলে ঢলে ।
নিজের অজান্তেই,
চোখের কার্নিশ বেয়ে কখন যেন
দুফোঁটা অশ্রু বালিশে গড়িয়ে পড়ে,
লোভী বালিশ মূহুর্তে চুষে নেয় লোনা জল।
প্রমাণ থাকে না হাতে,
শুধু চোখের কোলে কালশিটে
দাগ লেপে রয় ।
তাই তো রাতের অন্ধকারে
ভয় হয়,
যদি কষ্টগুলো আবার তাড়া করে।
.==========
নিরব নির্বাসন।
ঢাকা – ৯/১২/২০১৯।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ বুলবুল হোসেন ১১/১২/২০১৯রাতের অন্ধকার অপূর্ব কাব্য
-
সাইয়িদ রফিকুল হক ১০/১২/২০১৯বেশ তো!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/১২/২০১৯'রাতের অন্ধকার' কবিতাটি ভোরের আলোর মতো সুন্দর |
-
নুর হোসেন ১০/১২/২০১৯চমৎকার কাব্য, ভাল লাগলো।