।।। আমার আমিত্ব ।।।
।।। আমার আমিত্ব ।।।
.=================
হায়রে মানুষ,
জেনে যাও সত্য আজ,
এ জীবনে কেউ কারও নয়,
একা আসা আর একাই
চলে যাওয়াটাই নিশ্চিত সত্য।
মধ্যকালীন সময়টাতে
শুধুই ছলাকলা আর ভাল থাকার একটু প্রয়াস ,
নিজের কিছু পাথেয় সঞ্চয়, তারপর -
শেষ গন্তব্যের শেষ খেয়ার অপেক্ষা।
আমার বলে তো কিছুই নেই,
আমার আমিত্বকে হারিয়ে ফেলি সবাই,
মহাকালের এ অতল গহ্বরেই ।
একাকী ফেরারী, নিঃশব্দ, নিরালায়,
ঠিকানা আর গন্তব্যহীন সীমাহীন পথ।
হয়তো এটাই
জীবনের পরিসমাপ্তির উপসংহার।
.--------------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ০৭/১২/২০১৯।
.=================
হায়রে মানুষ,
জেনে যাও সত্য আজ,
এ জীবনে কেউ কারও নয়,
একা আসা আর একাই
চলে যাওয়াটাই নিশ্চিত সত্য।
মধ্যকালীন সময়টাতে
শুধুই ছলাকলা আর ভাল থাকার একটু প্রয়াস ,
নিজের কিছু পাথেয় সঞ্চয়, তারপর -
শেষ গন্তব্যের শেষ খেয়ার অপেক্ষা।
আমার বলে তো কিছুই নেই,
আমার আমিত্বকে হারিয়ে ফেলি সবাই,
মহাকালের এ অতল গহ্বরেই ।
একাকী ফেরারী, নিঃশব্দ, নিরালায়,
ঠিকানা আর গন্তব্যহীন সীমাহীন পথ।
হয়তো এটাই
জীবনের পরিসমাপ্তির উপসংহার।
.--------------------------
নিরব নির্বাসন।
ঢাকা – ০৭/১২/২০১৯।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০২/২০২০ভালো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/১২/২০১৯nice
-
মোঃ বুলবুল হোসেন ০৭/১২/২০১৯অপূর্ব
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৭/১২/২০১৯খুব সুন্দর
-
নুর হোসেন ০৭/১২/২০১৯চমৎকার কাব্য, ভাল লিখেছেন।