।।। সৃষ্টির ফরিয়াদ।।।
।।। সৃষ্টির ফরিয়াদ।।।
=============.
হে বিধাতা !
কি কারনে পাঠালে এমন পার্থিব জগতে ?
যেখানে বিকিয়ে যায় সবই,
চেনা মানুষ হয় অচেনা,
আত্মীয়তা শিথিল হয় স্বার্থের পদাঘাতে।
ভাসা ভাসা ভালবাসা,
অবহেলা স্নেহ মাখা, মানুষের এ জীবন।
হিংসা বিদ্বেষ আর কলুষিত মন,
বিদ্রুপ মাখা মুখো ভঙ্গিমায়,
হেয় আর ঘৃনা লয়ে
উঠে আসে জাতের বিচার,
সম্পর্কের সুতা কেটে,
মনের ঘুড়িটাকে করে দেয় ভো - কাট্টা ।
শক্তিমানের শক্ত থাবায়
অতি সাধারনের হয় ঝাঁঝরা পাঁজর,
নির্বাক অশ্রু জলে করছে সবাই তা বরণ।
হে বিধাতা !
কেন তুমি মানুষ নিয়ে করো এত খেলা ?
কি শূন্যতায় রেখে তাদের করো এমন হেলা ?
মনের হীনতা গুলো,
দূরীভূত করে তুমি, আত্মাকে করো বিশুদ্ধতা দান।
জেনে কিংবা না-জেনে, ছলে বলে কৌশলে,
পাপাচারের নিমজ্জিত মানুষ তোমার।
বিবেক বিবর্জিত হয়ে ,দুনিয়ার মোহে পড়ে,
অনাচারে লিপ্ত সবই,
হিতাহিত জ্ঞান শূন্য দ্বিকভ্রান্ত প্রানে একটু
স্বস্তির পরশ বুলাও,
উন্মাদনার লাগাম টেনে শিথিলতার আবরণে
তাদের একটু শান্তি দাও।
হে বিধাতা, শুনতে কি পাও
সৃষ্টির ফরিয়াদ?
===============.
নিরব নির্বাসন
ঢাকা – ২২.১০.২০১৯।
=============.
হে বিধাতা !
কি কারনে পাঠালে এমন পার্থিব জগতে ?
যেখানে বিকিয়ে যায় সবই,
চেনা মানুষ হয় অচেনা,
আত্মীয়তা শিথিল হয় স্বার্থের পদাঘাতে।
ভাসা ভাসা ভালবাসা,
অবহেলা স্নেহ মাখা, মানুষের এ জীবন।
হিংসা বিদ্বেষ আর কলুষিত মন,
বিদ্রুপ মাখা মুখো ভঙ্গিমায়,
হেয় আর ঘৃনা লয়ে
উঠে আসে জাতের বিচার,
সম্পর্কের সুতা কেটে,
মনের ঘুড়িটাকে করে দেয় ভো - কাট্টা ।
শক্তিমানের শক্ত থাবায়
অতি সাধারনের হয় ঝাঁঝরা পাঁজর,
নির্বাক অশ্রু জলে করছে সবাই তা বরণ।
হে বিধাতা !
কেন তুমি মানুষ নিয়ে করো এত খেলা ?
কি শূন্যতায় রেখে তাদের করো এমন হেলা ?
মনের হীনতা গুলো,
দূরীভূত করে তুমি, আত্মাকে করো বিশুদ্ধতা দান।
জেনে কিংবা না-জেনে, ছলে বলে কৌশলে,
পাপাচারের নিমজ্জিত মানুষ তোমার।
বিবেক বিবর্জিত হয়ে ,দুনিয়ার মোহে পড়ে,
অনাচারে লিপ্ত সবই,
হিতাহিত জ্ঞান শূন্য দ্বিকভ্রান্ত প্রানে একটু
স্বস্তির পরশ বুলাও,
উন্মাদনার লাগাম টেনে শিথিলতার আবরণে
তাদের একটু শান্তি দাও।
হে বিধাতা, শুনতে কি পাও
সৃষ্টির ফরিয়াদ?
===============.
নিরব নির্বাসন
ঢাকা – ২২.১০.২০১৯।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০১/০২/২০২০অনবদ্য
-
অবিরুদ্ধ মাহমুদ ০৭/১২/২০১৯সুন্দর লেখনী
-
নাসরীন আক্তার রুবি ০৭/১২/২০১৯চমৎকার প্রকাশ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/১২/২০১৯অপূর্ব সুন্দর লেখা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/১২/২০১৯অপূর্ব সুন্দর লেখা |