।।। অসঙ্গতি।।।
।।। অসঙ্গতি ।।।
সভ্যতার নাম ফলকে অসভ্যতার পদ যাত্রা,
দানবীরের মোড়কে আজ অবৈধ্য ধনকুবের।
শ্লীলতার ক্রোড় জুড়ে অশ্লীলতার দাপাদাপি,
সুশিক্ষার অন্তরালে অশিক্ষার কুমন্ত্রণা।
রক্ষাকারীর হাতে অ নিরাপদ হাজারো জীবন,
ধর্মের ব্যানারে আজ অধার্মিকের ভাষণ।
মহৎ মনুষ্য রুপে অন্তরে অমানুষের বাস,
রাজনীতির আঁধারেতে নিজেই রাজাধিরাজ।
বন্ধুবাৎসল্য মনে শত্রুভাবাপন্নের চাষ,
অসহায়ত্বের সুযোগে দূর্বলের গলায় ফাঁস।
আধুনিকতার পোশাকের আড়ালে নগ্নতা প্রকাশ,
সুমিষ্ট বাচন ভঙ্গিতে স্বার্থান্বেষের স্বাদ।
গরিবের পাঁজর ভেঙ্গে, কেউ ধন্যাঢ়্য বনে,
শোষিতোর আত্ন চিৎকার প্রতিফলিত হয় দেওয়ালে।
মিথ্যা স্বপ্নের কাহিনী প্রেমিক প্রেমিকার,
আত্ন উপলব্ধিতে বিভক্ত আজ পথের দিশা।
সত্য কথার হজম হয়না সহজে,
গেঁথে থাকে আমৃত্যু তা মনন মগজে।
কষ্টের ভাগীদার হয়না কেহ,
পারলে খুঁচিয়ে দেয় যন্ত্রণা যত।
প্রিয়জনের দূরত্বে মনের আকাশে মেঘ,
দুচোখে তাই অঝোরে বৃষ্টির প্রলেপ।
=============.
নিরব নির্বাসন।
ঢাকা – ০৬/১১/২০১৯
সভ্যতার নাম ফলকে অসভ্যতার পদ যাত্রা,
দানবীরের মোড়কে আজ অবৈধ্য ধনকুবের।
শ্লীলতার ক্রোড় জুড়ে অশ্লীলতার দাপাদাপি,
সুশিক্ষার অন্তরালে অশিক্ষার কুমন্ত্রণা।
রক্ষাকারীর হাতে অ নিরাপদ হাজারো জীবন,
ধর্মের ব্যানারে আজ অধার্মিকের ভাষণ।
মহৎ মনুষ্য রুপে অন্তরে অমানুষের বাস,
রাজনীতির আঁধারেতে নিজেই রাজাধিরাজ।
বন্ধুবাৎসল্য মনে শত্রুভাবাপন্নের চাষ,
অসহায়ত্বের সুযোগে দূর্বলের গলায় ফাঁস।
আধুনিকতার পোশাকের আড়ালে নগ্নতা প্রকাশ,
সুমিষ্ট বাচন ভঙ্গিতে স্বার্থান্বেষের স্বাদ।
গরিবের পাঁজর ভেঙ্গে, কেউ ধন্যাঢ়্য বনে,
শোষিতোর আত্ন চিৎকার প্রতিফলিত হয় দেওয়ালে।
মিথ্যা স্বপ্নের কাহিনী প্রেমিক প্রেমিকার,
আত্ন উপলব্ধিতে বিভক্ত আজ পথের দিশা।
সত্য কথার হজম হয়না সহজে,
গেঁথে থাকে আমৃত্যু তা মনন মগজে।
কষ্টের ভাগীদার হয়না কেহ,
পারলে খুঁচিয়ে দেয় যন্ত্রণা যত।
প্রিয়জনের দূরত্বে মনের আকাশে মেঘ,
দুচোখে তাই অঝোরে বৃষ্টির প্রলেপ।
=============.
নিরব নির্বাসন।
ঢাকা – ০৬/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ০৫/১২/২০১৯চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/১২/২০১৯দারুণ উপস্থাপনা।
-
নুর হোসেন ০৫/১২/২০১৯চমৎকার লিখেছেন, অসাধারণ কবিতা!
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৫/১২/২০১৯সুন্দর। +++