।।। দহন।।।
।।। দহন ।।।
-----------------------------------.
অ- গোছালো ঘর দোর,
বিছানা পত্র, আসবাবপত্র সবই,
অ- গোছালো বেশ ভুষন,
বৈরী জীবন যাপন,
উদভ্রান্ত চেহারা আর র্নিঘুম চোখ।
ব্যাথাতুর হৃদয়, ক্লান্ত চরণ,
এলোমেলো মন, অসাড় জীবন,
একাকী আনমনে
একা পথের সাথী হয়ে,
নিজের সাথে আজ
করি বোঝাপড়া,
অপেক্ষায় দিন গোনা ,
এদিক ওদিক খোঁজা,
যদি পেয়ে যাই আমি
তোমার নাগাল।
ইশ্বরের পা ছুঁয়ে, নতজানু হয়ে,
চাওয়া তো শুধু ছিলো
একটাই আমার।
যত দূরে তুমি আছো,
যেখানেই তুমি থাকো,
সদা তিনি রাখেন যেন,
তোমায় ভাল।।।
__________.
নিরব নির্বাসন।
সকাল, ঢাকা – ২৯/১১/২০১৯
-----------------------------------.
অ- গোছালো ঘর দোর,
বিছানা পত্র, আসবাবপত্র সবই,
অ- গোছালো বেশ ভুষন,
বৈরী জীবন যাপন,
উদভ্রান্ত চেহারা আর র্নিঘুম চোখ।
ব্যাথাতুর হৃদয়, ক্লান্ত চরণ,
এলোমেলো মন, অসাড় জীবন,
একাকী আনমনে
একা পথের সাথী হয়ে,
নিজের সাথে আজ
করি বোঝাপড়া,
অপেক্ষায় দিন গোনা ,
এদিক ওদিক খোঁজা,
যদি পেয়ে যাই আমি
তোমার নাগাল।
ইশ্বরের পা ছুঁয়ে, নতজানু হয়ে,
চাওয়া তো শুধু ছিলো
একটাই আমার।
যত দূরে তুমি আছো,
যেখানেই তুমি থাকো,
সদা তিনি রাখেন যেন,
তোমায় ভাল।।।
__________.
নিরব নির্বাসন।
সকাল, ঢাকা – ২৯/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ০৩/১২/২০১৯অনবদ্য
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৩/১২/২০১৯বিউটিফুল অলওভার!!
-
আহমাদ মাগফুর ০২/১২/২০১৯'উদ্ভান্ত' ঠিক করে নিবেন। আর দুঃখ ভুলে সুখের কবিতা লিখুন, পড়ার অপেক্ষায় রইলাম।