।।। আপন।।।
।।।
আপন হতে চেয়েও আমি
হইনি কারও আপন,
ভুলের মধ্যে সদাই রয়ে
করি জীবন যাপন।
আপন করার অভিলাষে
কেউ টেনে নেয় কাছে,
প্রয়োজন ফুরিয়ে গেলে
দূরে সরিয়ে রাখে।
আপন বলে নিজের কথা
বলবে তুমি কাকে,
মুখোশ ধারি আপন মাঝে
সত্য শুনবে কে যে।
ভবের মাঝে এসে আমি
আপন ভাবি যাকে,
সময় স্রোতে ভেসে গিয়ে
খুঁজে পাইনা তাকে।
তাইতো আমি ক্ষান্ত দিলাম
আপন খোঁজা থেকে,
নিজের মনেই আপন খুঁজি
নিরাকারের মাঝে।
===========.
নিরব নির্বাসন।
ঢাকা - ২৮/১১/২০১৯
আপন হতে চেয়েও আমি
হইনি কারও আপন,
ভুলের মধ্যে সদাই রয়ে
করি জীবন যাপন।
আপন করার অভিলাষে
কেউ টেনে নেয় কাছে,
প্রয়োজন ফুরিয়ে গেলে
দূরে সরিয়ে রাখে।
আপন বলে নিজের কথা
বলবে তুমি কাকে,
মুখোশ ধারি আপন মাঝে
সত্য শুনবে কে যে।
ভবের মাঝে এসে আমি
আপন ভাবি যাকে,
সময় স্রোতে ভেসে গিয়ে
খুঁজে পাইনা তাকে।
তাইতো আমি ক্ষান্ত দিলাম
আপন খোঁজা থেকে,
নিজের মনেই আপন খুঁজি
নিরাকারের মাঝে।
===========.
নিরব নির্বাসন।
ঢাকা - ২৮/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০২/১২/২০১৯
-
স্বপন গায়েন ০২/১২/২০১৯সু ন্দ র !
-
পি পি আলী আকবর ০২/১২/২০১৯ভালো হয়েছে
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/১২/২০১৯অনবদ্য
ভাল লাগলো।