।।। ভালবাসার কষ্ট।।।।
।।। ভালবাসার কষ্ট।।।।
সময়ের দূরান্তপনায়
দূরত্বের হিসাব কষি,
ভালবাসার স্পর্শের হাতে
আজ স্পর্শ হীনতার স্বাদ।
সংকোচিত বেঁচে থাকার
দীর্ঘ পথ পরিক্রমা,
বুকের ভিতর কষ্টের
রং বে রঙের মোড়ক,
চারপাশ আজ শূন্যতায় ঘেরা,
শিখা অর্ণিবানের মত জ্বলছে হৃদয়,
ভালবাসার প্রজ্জলিত শিখায়
হৃদয়ে হচ্ছে জ্বলন,
পুড়ছে মন, নষ্ট হচ্ছে জীবন।
+++++++++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ২৩/১২/২০১৯।
সময়ের দূরান্তপনায়
দূরত্বের হিসাব কষি,
ভালবাসার স্পর্শের হাতে
আজ স্পর্শ হীনতার স্বাদ।
সংকোচিত বেঁচে থাকার
দীর্ঘ পথ পরিক্রমা,
বুকের ভিতর কষ্টের
রং বে রঙের মোড়ক,
চারপাশ আজ শূন্যতায় ঘেরা,
শিখা অর্ণিবানের মত জ্বলছে হৃদয়,
ভালবাসার প্রজ্জলিত শিখায়
হৃদয়ে হচ্ছে জ্বলন,
পুড়ছে মন, নষ্ট হচ্ছে জীবন।
+++++++++++++++++.
নিরব নির্বাসন।
ঢাকা – ২৩/১২/২০১৯।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
sudipta chowdhury ২৯/১২/২০১৯In life human gets many psychological pain then forgets but human never forget the love pain.
-
স্বপন গায়েন ০২/১২/২০১৯খুব ভাল।
-
মোঃ বুলবুল হোসেন ০১/১২/২০১৯অসাধারণ কাব্য
-
পি পি আলী আকবর ০১/১২/২০১৯সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০১/১২/২০১৯কষ্ট অনেক বেশি।