ইচ্ছে করে।।।
।।। ইচ্ছে করে।।।
ভালোবাসতে ইচ্ছা করে আবার,
নতুনভাবে, নতুন করে কিছু ।
ইচ্ছে তো শোনে না কোন নিষেধ,
মানে না কোন বাঁধা,
পায়ে বেড়ি দিয়েও তারে যায়না ধরে রাখা ।
মনের জানালা সদাই খোলা রহে,
তাইতো ইচ্ছের অবাধ যাওয়া আসা।
ইচ্ছা হচ্ছে প্রজাপতির মত,
স্বাধীন ভাবে ডানা মেলে ওড়ে,
রঙ বে রঙের ডানায় ভর করে,
উড়তে তো আর নেইকো কোন বাঁধা ।
ইচ্ছে করে মাঝে মাঝে আবার
ভালবাসি নতুন করে কিছু।
ইচ্ছে হলো নীল আকাশের মত,
মাঝে সাঝে অমাবস্যায় ঢাকে,
রাত পোহাতেই সেথায় আবার
সূর্য্য কিরণ হাসে।
ইচ্ছে হলো সাগর বুকের ঢেউ,
বুকের মাঝে কষ্ট জমে
ভাসিয়ে নেয় যে কূল।
ইচ্ছে হলো ঝর্ণা জলের ধারা,
উপর থেকে পড়তে পড়তে
মাটিতে নেমেই হাওয়া।
ইচ্ছে হলো অভিমানী ঝড়,
কারন ছাড়াই বন্ধ রাখে মনের সব দোর ।
ইচ্ছে হলো ঢোলে তোলা বোল,
মনের মধ্যে বাজতে থাকে
তাক ধুমাধুম ধুম।
ইচ্ছা হলো তোমার আমার গান,
দূরত্ব যতই হোক না সেথায়
রয়ে যায় যে তান।
.++++++++++++++++
নিরব নির্বাসন।
ঢাকা – ১০/১১/২০১৯।
ভালোবাসতে ইচ্ছা করে আবার,
নতুনভাবে, নতুন করে কিছু ।
ইচ্ছে তো শোনে না কোন নিষেধ,
মানে না কোন বাঁধা,
পায়ে বেড়ি দিয়েও তারে যায়না ধরে রাখা ।
মনের জানালা সদাই খোলা রহে,
তাইতো ইচ্ছের অবাধ যাওয়া আসা।
ইচ্ছা হচ্ছে প্রজাপতির মত,
স্বাধীন ভাবে ডানা মেলে ওড়ে,
রঙ বে রঙের ডানায় ভর করে,
উড়তে তো আর নেইকো কোন বাঁধা ।
ইচ্ছে করে মাঝে মাঝে আবার
ভালবাসি নতুন করে কিছু।
ইচ্ছে হলো নীল আকাশের মত,
মাঝে সাঝে অমাবস্যায় ঢাকে,
রাত পোহাতেই সেথায় আবার
সূর্য্য কিরণ হাসে।
ইচ্ছে হলো সাগর বুকের ঢেউ,
বুকের মাঝে কষ্ট জমে
ভাসিয়ে নেয় যে কূল।
ইচ্ছে হলো ঝর্ণা জলের ধারা,
উপর থেকে পড়তে পড়তে
মাটিতে নেমেই হাওয়া।
ইচ্ছে হলো অভিমানী ঝড়,
কারন ছাড়াই বন্ধ রাখে মনের সব দোর ।
ইচ্ছে হলো ঢোলে তোলা বোল,
মনের মধ্যে বাজতে থাকে
তাক ধুমাধুম ধুম।
ইচ্ছা হলো তোমার আমার গান,
দূরত্ব যতই হোক না সেথায়
রয়ে যায় যে তান।
.++++++++++++++++
নিরব নির্বাসন।
ঢাকা – ১০/১১/২০১৯।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ৩০/১১/২০১৯সু ন্দ র ।
-
নুর হোসেন ২৭/১১/২০১৯চমৎকার হয়েছে।