www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলা হোক বাংলাময়

যে ভাষার জন্য লড়াই করেছিলো বাঙালী জনতা,
পরাধীনতার শৃঙ্খল ভেঙে এনেছিলো স্বাধীনতা ;
সেই ভাষাতে কথা বলতে কিসের এতো কপটতা!
সেই ভাষাকে এড়িয়ে চলার কিসের এতো প্রবণতা!
বুকের রক্তে একদিন লাল হয়েছিলো রাজপথ
টগবগে তরুন দল নিয়েছিলো মনে দৃপ্ত শপথ ;
মানবেনা জুলুম, অত্যাচার, ছাড়বেনা রাজপথ
মায়ের ভাষা কেড়ে নেবে! এ কেমন বর্বর পথ!
শত্রু সেনার বুলেট বুকে নিয়ে লুটিয়ে পড়েছিলো,
শহীদ হয়েছিল রফিক, সফিক, জব্বার, বরকত রা ;
বিনিময়ে আমাদের দিয়ে গিয়েছিলো মুখের ভাষা
অনেক রক্তে কেনা আমাদের এই বাংলা ভাষা!!
আমরা আজ মূল্য দিতে ভূলে গেছি রক্তের দামের,
তূচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছি, বিদেশী ভাষার টানে!
ইংরেজী আর হিন্দি মিশিয়ে বাংলাকে করছি নষ্ট!
পরবর্তী প্রজন্ম আমাদের শুনে শুনে হয়ে যাচ্ছে পথভ্রষ্ট!!
ভূলে গেছে নবপ্রজন্ম, ভাষা আন্দোলনের ইতিহাস ;
কত রক্ত ঝড়িয়ে সেদিন আদায় করেছিলো দাবী ;
রক্ত দিয়ে কেনা মায়ের ভাষার হতে দেবোনা কোন ক্ষতি,
শ্রদ্ধা অবনত সেই সকল বীর শহীদ দের স্মৃতির প্রতি।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast