বৃষ্টি
সারাদিন অঝোর ধারায় ঝরছো তুমি
বৃষ্টি, ভেজা মাটির গন্ধে মাতোয়ারা মন
বলছে কাছে আসো.
ভিজতে চায় পাগল মন
ময়ূর পেখম মেলে
মেঘ গুর গুর,গা ছমছম
সব কিছুই ভুলে.
ঝোড়ো হাওয়াই উদাস বাউল
পথ খুঁজে না পায়,
পাখিরা সব আনন্দেতে
গানটি গেয়ে যায়.
বৃষ্টি মানে প্রেমের নেশা
রোমান্স ভরা দিন
বৃষ্টি মানে নতুন করে
কবিতা লেখার দিন.
বৃষ্টি, ভেজা মাটির গন্ধে মাতোয়ারা মন
বলছে কাছে আসো.
ভিজতে চায় পাগল মন
ময়ূর পেখম মেলে
মেঘ গুর গুর,গা ছমছম
সব কিছুই ভুলে.
ঝোড়ো হাওয়াই উদাস বাউল
পথ খুঁজে না পায়,
পাখিরা সব আনন্দেতে
গানটি গেয়ে যায়.
বৃষ্টি মানে প্রেমের নেশা
রোমান্স ভরা দিন
বৃষ্টি মানে নতুন করে
কবিতা লেখার দিন.
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহাদাত হোসেন রাতুল ১৪/০৭/২০১৫ভাল লাগা নিরন্তন ছুঁয়ে যায় ।।
-
স্বপন শর্মা ১০/০৭/২০১৫সুন্দরতো
-
এম. আশিকুর রহমান ০৪/০৭/২০১৫খুব ভালো লিখনী।
-
অ ২৬/০৬/২০১৫দারউন লিখেছেন বৃষ্টিকে নিয়ে ।
-
কিশোর কারুণিক ২৬/০৬/২০১৫ভাল লাগল
-
প্রণব কুসুম দত্ত ২৫/০৬/২০১৫কতদিন ভিজিনা!
-
জহরলাল মজুমদার ২৩/০৬/২০১৫ভাল
-
মোবারক হোসেন ২৩/০৬/২০১৫কারও কাছে আসতে হলে অন্য আরেক জনের
সহায়তা প্রয়োজন।আমাদের এই কবিকে তার মনের মানুষের কাছে আসতে সহায়তা করেছে বৃষ্টি।ধন্যবাদ কবি। -
মায়নুল হক ২৩/০৬/২০১৫অনেক ভালো লাগলো মাটির গন্ধে মন আমার আনন্দে বাসে
-
কঙ্ক ২২/০৬/২০১৫ভালো লাগালো।