ফিরবো না
আর কোনোদিন হয়তো
ফিরবো না তোমার কাছে,
প্রদীপের শিখা নিভে যাচ্ছে
নীরবে, তুমি তো অনেক
দেরি করে দিলে
আমাকে ভালোবাসতে
কি ভাবছো এখন
ভাবনা গুলো সরিয়ে রাখো
আজ যে আমার
যাওয়ার সময় ঘনিয়ে এসেছে.
কি করবো বল;
সে ও তো আমাকে ভালোবাসে.
সমস্ত যন্ত্রনা কে মুক্তি দিয়ে
নিজের কাছে টেনে নিচ্ছে.
এক শান্তির ঘুম
তাইতো আর ফিরবো না
তোমার কাছে
আর ফিরবো না.......
ফিরবো না তোমার কাছে,
প্রদীপের শিখা নিভে যাচ্ছে
নীরবে, তুমি তো অনেক
দেরি করে দিলে
আমাকে ভালোবাসতে
কি ভাবছো এখন
ভাবনা গুলো সরিয়ে রাখো
আজ যে আমার
যাওয়ার সময় ঘনিয়ে এসেছে.
কি করবো বল;
সে ও তো আমাকে ভালোবাসে.
সমস্ত যন্ত্রনা কে মুক্তি দিয়ে
নিজের কাছে টেনে নিচ্ছে.
এক শান্তির ঘুম
তাইতো আর ফিরবো না
তোমার কাছে
আর ফিরবো না.......
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ২০/০৬/২০১৫
-
জে এস সাব্বির ২০/০৬/২০১৫ইমোশনাল (!) হবেন না !
-
T s J ১৯/০৬/২০১৫Excellent
-
রইস উদ্দিন খান আকাশ ১৯/০৬/২০১৫মৃত্যু সুখ
-
আব্দুল মান্নান মল্লিক ১৯/০৬/২০১৫খুব সুন্দর
-
মোবারক হোসেন ১৯/০৬/২০১৫জীবনান্দ বনলতাকে উদ্দেশ্য করে বলেছিল, েএতদিন
কোথায় ছিলে! আপনাকে বলতে ইচ্ছে করছেে, এত
অভিমান কোথায় পেলে।
ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।